দেশ বিভাগে ফিরে যান

করোনা পরীক্ষার কিটে গণ্ডগোল, রাজ্যের অভিযোগ মানল নাইসেড

April 20, 2020 | < 1 min read

রাজ্যে যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না বলে যখন জোর অভিযোগ উঠেছিল তখন পাল্টা দিল রাজ্যও ৷ রাজ্যের  আনা অভিযোগ মানল নাইসেড৷ রাজ্যের পক্ষ থেকে অভিযোগ ছিল ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করা হয়েছে ৷

অভিযোগ ICMR-নাইসেডের বিরুদ্ধে৷ কিটের মান খারাপ হওয়ায় পরীক্ষা করার পর বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল ফলাফলের জন্য-এটাই ছিল রাজ্যের পক্ষ থেকে মূল অভিযোগ ৷ নাইসেড জানিয়েছে কিটের গুণমান খারাপ হওয়া দুর্ভাগ্যজনক৷  NIV পুণে, নাইসেডের যৌথ উদ্যোগে কিট তৈরি হয়েছিল৷ পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়ায় কিট যোগানে সমস্যাও তৈরি হয়েছে৷ বেসরকারি সংস্থার থেকে কিট কেনে ICMR ৷ ত্রুটিপূর্ণ কিট খতিয়ে দেখার আশ্বাস ICMR-এর৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #Lockdown, #testing kit

আরো দেখুন