← দেশ বিভাগে ফিরে যান
কিডনি চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে মারা হল পালঘরে
দু’দিন আগে মহারাষ্ট্রের পালঘরে তিনজনকে পিটিয়ে মেরেছিল জনতা। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে ১১০ জনকে। তাদের জেরা করেই বিস্ফোরক তথ্য এসেছে মহারাষ্ট্র পুলিশের হাতে।
পুলিশ জানাচ্ছে, গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল তিনজন কিডনি চুরি করতে এসেছে। খবর ছড়িয়ে পড়েছিল বিদ্যুৎ গতিতে। লকডাউনের তোয়াক্কা না করেই জড়ো হয়েছিল কয়েকশো লোক। তারপর চলে মার।
ওই ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারমধ্যে ১০১ জনকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মারধর করেই ক্ষান্ত হয়নি গ্রামবাসীরা। পুলিশের দুটো গাড়ি সমেত মোট তিনটি গাড়িতে ভাঙচুর করে তারা। শুক্রবারের এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, মৃত তিন ব্যক্তির নাম সুশীলগিরি মহারাজ, নীলেশ তেলগড়ে এবং চিকনে মহারাজ।