বাংলায় কম টেস্টের অভিযোগ তথ্য দিয়ে খণ্ডন মমতার
করোনায় র্যাপিড টেস্টের কিট নিয়ে কেন্দ্রকে দুষলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ”সাধ্য়মতো কাজ করার চেষ্টা করছি, অথচ বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। র্যাপিড টেস্টের কিট তুলে নিয়েছে, এটা কার দোষ?”
উল্লেখ্য়, দু’দিন র্যাপিড টেস্ট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছে আইসিএমআর। আইসিএমআরের র্যাপিড টেস্ট কিটে ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন, মুখ্য়সচিব রাজীব সিনহা বলেন, ”র্যাপিড টেস্টের কিট কাজে লাগছে না’।
এদিন এ প্রসঙ্গে কেন্দ্রের নাম না করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ”আমরা সাধ্য়মতো কাজ করার চেষ্টা করছি, কেউ কেউ বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। এদিকে, র্যাপিড টেস্টের কিট যা পাঠিয়েছিল, তা তুলে নিয়েছে। কারণ তা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে কার দোষ? তিন ধরনের কিটস হয়। আরটিপিসিআর কিটেও ত্রুটি ছিল, তুলে নিয়েছে। সময়মতো টেস্ট করতে হবে, তাহলে এ অবস্থার জন্য় কে দোষী?”
মুখ্য়মন্ত্রী আরও বলেন, ”ভাগ্য়িস আমাদের স্বাস্থ্য় দফতর কিছু বরাত দিয়েছিল, তাই কিছুটা বাঁচোয়া”। এ প্রসঙ্গে এদিন মুখ্য়সচিব বলেন, ”আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। কম পরীক্ষা করা হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। গত ২৪ ঘণ্টায় ৮৫৫ করোনা টেস্ট হয়েছে। রাজ্য়ে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭”।
এক নজরে দেখে নিন কি বলেছেন মুখ্যমন্ত্রী:
- র্যাপিড টেস্টের সমস্ত কিট তুলে নিয়েছে আইসিএমআর
- বিজিআই আরটিপিসিআর কিটও তুলে নিয়েছে আইসিএমআর
- এন্টিজেন কিট বাংলায় পাওয়া যায় না
- আইসিএমআরের তরফে মাত্র ৩৪৫৬ আরএনএ এক্সট্রাক্টর দেওয়া হয়
- রাজ্য নিজে থেকে ১৪,০০০ আরএনএ এক্সট্রাক্টর জোগাড় করে
- ভিটিএম সোয়াব মাত্র ২৫০০ দেওয়া হয় রাজ্যকে
- ইতিমধ্যেই ৪৫,০০০ ভিটিএম সোয়াবের অর্ডার দিয়েছে রাজ্য