করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল রায়গঞ্জের দুই চিকিৎসক ভাই
করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন রায়গঞ্জের দুই কৃতী সন্তান। তাঁরা দুজনেই চিকিৎসক। এখন ধ্যানজ্ঞান একটাই, করোনায় আক্রান্তদের সুস্থ করে তোলা।
সারা পৃথিবী যখন কার্যত করোনা আতঙ্কে কাঁপছে, সেই সময় রায়গঞ্জের ওই দুই কৃতী সন্তান সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। রায়গঞ্জ স্টেশন সংলগ্ন জেলা পরিষদের আবাসনে থাকেন মধুসূদন সিনহা ও কৃষ্ণা সিনহা। মধুসূদনবাবু জেলা পরিষদে কর্মরত এবং কৃষ্ণাদেবী কর্মরত জেলা প্রশাসনিক ভবনে। তাঁদের দুই সন্তান পল্লব ও অর্ণব। দুজনেই চিকিৎসক।
সিনহা দম্পতির বড় ছেলে পল্লব কলকাতার এসএসকেএমের চিকিৎসক এবং ছোটো ছেলে অর্ণব কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। বড় ছেলে পল্লব বেলেঘাটা আইডিতে করোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে ছোটো ছেলে অর্ণব এখন বেলেঘাটা আইডিতে করোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। ছেলেরা এই মারণব্যাধির বিরুদ্ধে লড়াই করছেন দেখে গর্বিত সিনহা দম্পতি। তবে মনের কোণে আতঙ্কও রয়ে গিয়েছে।
কৃষ্ণা দেবী বলেন, ছেলেদের জন্য অবশ্যই গর্বিত। তবে মায়ের মন তো! তাই খুব দুশ্চিন্তা হয়। জানি ওরা সেবা করছে সাধারণ মানুষের। তাই কিছু হবে না। মন যখন খারাপ লাগে তখন ওদের ফটোর অ্যালবাম খুলে বসে থাকি।