উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

লাঠি উঁচিয়ে দূরত্ব বজায় রাখতে বলছেন সুচিত্রাদি

April 23, 2020 | < 1 min read

বাজার করতে গিয়ে দেখেছিলেন দূরত্ব বজায় না রেখেই কেনাকাটা করছেন সকলে। তারপর থেকে প্রতিদিন করোনার সংক্রমণ রুখতে লাঠি হাতে বাজারে পাহারা দিচ্ছেন মাল শহরের বাসিন্দা সুচিত্রা শীলবর্মন। ৫ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনির বাসিন্দা গৃহবধূ এখন বাজারে পরিচিত সুচিত্রাদি হিসাবে। তাঁর স্নেহপূর্ণ শাসন মেনে নিয়েছেন সকলে। সুচিত্রাদির কথা শুনে অনেকেই দূরত্ব বজায় রেখে বাজারে কেনাকাটা করছেন। তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছে মাল পুরসভাও। স্বেচ্ছাসেবী হিসাবে তাঁকে এই কাজ চালাতে পুরসভার তরফে অনুরোধ করা হয়েছে।

লকডাউনের পর মাল শহরের স্টেশন রোডে এখন বাজার বসে। সেখানে একদিন বাজার করতে এসেছিলেন সুচিত্রাদেবী। তারপর থেকে বাড়ির কাজ সামলে চলে আসেন বাজারে পাহারা দিতে। যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের মাস্ক পরার জন্য অনুরোধ করছেন। 

মাল পুরসভার পুরপ্রধান স্বপন সাহা বলেন, সুচিত্রাদি অনেকদিন ধরে পরিচিত। তাঁর শাসন তো মানতেই হয়। এ শাসন স্নেহের শাসন।

কোনওদিন যে এইরকম কাজ করতে হবে নিজেও ভাবেননি সুচিত্রাদেবী। স্বামী মারা গিয়েছেন অনেকদিন। সাধারণ গৃহবধূ হিসাবেই পরিচিত ছিলেন। এখন অনেকের কাছেই তিনি পরিচিত হয়ে গেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#social distance, #Coronavirus, #Lockdown

আরো দেখুন