করোনার ভয়াবহতম রূপ এখনও বাকি, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনা ভাইরাসের ভয়াবহতম রূপ দেখা এখনও বাকি গোটা পৃথিবীর। এমনই সতর্কবাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাঢানম গেব্রেসুয়েস। করোনা আক্রান্ত কোনও দেশের পক্ষেই এখনই লকডাউন শিথিল করা উচিত কাজ নয় বলে সতর্ক করেছেন তিনি।
করোনায় মৃত্যুর হার কমায় সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে লকডাউন শিথিল করা প্রায় আত্মঘাতী সিদ্ধান্তের সামিল হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মারণ ভাইরাসের ভয়াবহতম রূপ দেখা এখনও বাকি রয়েছে সতর্ক করেছেন হু’র ডিরেক্টর জেনারেল। তবে কেন তিনি মনে করছেন যে করোনার আঘাত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে পৃথিবীর বুকে আছড়ে পড়বে, তা খোলসা করেননি টেডরস।
ইউরোপ-আমেরিকার পর এবার আফ্রিকায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও বেশীরভাগ মানুষ এই ভাইরাসের ক্ষতিকর ক্ষমতা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নয় বলেও মনে করছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে আমেরিকার যে তথ্য গোপনের অভিযোগ করেছে, তাও অস্বীকার করেছেন টেডরস।