রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে কমল করোনা সংক্রমণ, নতুন আক্রান্ত ৩৮ জন

April 25, 2020 | < 1 min read

প্রশাসনকে স্বস্তি দিয়ে রাজ্যে কমল করোনাভাইরাসে আক্রান্তদের বৃদ্ধির হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। শনিবার নবান্নের তরফে একথা জানানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫১ জন নতুন করে আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি করোনায় মৃত্যু হয়েছিল আরও ৩ জনের।

এদিন সন্ধ্যায় নবান্ন থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪২৩ জন। মোট এখনও পর্যন্ত ১০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে রাজ্যে নতুন করে করোনা মৃত্য়ুর কোনও ঘটনা ঘটেনি। অর্থাৎ সংখ্যাটা ১৮ আছে। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৬ জন।

এই মুহূর্তে রাজ্যে নজরদারির আওতায় আছেন ২৩,৬১৮ জন। আর হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন ২০৭ জন। করোনা লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মোট ৯৮৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, দেশজুড়ে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত মোট ২৪,৯৪২ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। আর মৃতের সংখ্যা দাঁড়াল ৭৭৯ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Government of West Bengal, #covid19, #Lockdown2

আরো দেখুন