রাজ্য বিভাগে ফিরে যান

এই রমজানে ঘরে বসেই প্রার্থনা করুন: শুভেচ্ছাবার্তায় আবেদন মমতার

April 25, 2020 | < 1 min read

রমজানের শুভেচ্ছা, সঙ্গে ঘরে থাকার আবেদনও। জননিরাপত্তার স্বার্থে এ বারের রমজানে ঘরে থেকেই প্রার্থনা করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। শুধু ভারত নয়, আরও অনেক দেশই লকডাউনে যেতে বাধ্য হয়েছে। এই লকডাউন কবে উঠবে, নিশ্চিত নন কেউই। কিন্তু সে সবের মাঝেই এসেছে রমজান মাস। আর এবার যে হেতু পরিস্থিতি স্বাভাবিক নয়, সে হেতু রমজানে জমায়েত এড়িয়ে চলার পরামর্শই পরোক্ষ ভাবে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শুক্রবার সকালেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘সবাইকে রমজান মুবারক! এই পবিত্র মাস হল আত্মমন্থন এবং পুনর্নবীকরণের সময়। যাঁরা এক মাস ধরে উপবাস করবেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’


তবে শুভেচ্ছাবার্তা এটুকুতেই শেষ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘জননিরাপত্তার স্বার্থে, একটা স্বাস্থ্যকর, ভাইরাস-মুক্ত সমাজ নিশ্চিত করার স্বার্থে, আমার বিনীত আবেদন যে, এ বছর আমরা ঘরে বসেই সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।’’
গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় নিজেই যাচ্ছেন এবং মাইক্রোফোন হাতে তুলে নিয়ে এলাকাবাসীকে ঘরে থাকা এবং লকডাউনের নিয়মকানুন ঠিক মতো মেনে চলার আবেদন জানাচ্ছেন। এ বার রমজানের শুভেচ্ছা জানাতে যে টুইট করলেন, তাতেও ঘরে থাকার বার্তা জুড়ে দিলেন তিনি।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আসুন এই পবিত্র মাসে আমরা পরস্পরকে প্রতিশ্রুতি দিই, অতিমারির বিরুদ্ধে লড়তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকব এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদা রক্ষা করব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Ramzan, #Ramadan, #Mamata Banerjee

আরো দেখুন