করোনা আক্রান্ত ‘মা’ জন্ম দিলেন করোনামুক্ত ‘শিশু’
গত ১৩ এপ্রিল হাওড়ার সঞ্জীবন হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন প্রসূতি মা। প্রথম থেকেই তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। ফলে ২৪ ঘন্টাই ওই প্রসূতিকে বিশেষ পর্যবেক্ষণে রেখে সচেতনভাবেই চিকিৎসা করছিলেন ওই হাসাপাতালের চিকিৎসকরা।
স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল টিমও গঠন করা হয় এই বিশেষ রোগীর দেখভাল করার জন্য। উপযুক্ত পিপিই ও রক্ষাকবজ নিয়েই দিনরাত পর্যবেক্ষণ করেছেন ডাক্তার ও নার্সরা। এরপর ২০ এপ্রিল প্রসব যন্ত্রণা শুরু হয় করোনা আক্রান্ত ওই প্রসূতির। তবে চিকিৎসকরাও সিজারের পথে না হেঁটে নর্মাল ডেলিভারির চেষ্টা চালানো হয়। ডাক্তারদের চেষ্টা সফল করেই অবশেষে ওই মা সুস্থ ও সবল এক শিশুর জন্ম দিয়েছেন।
সুখবর হল ওই সদ্যোজাতর শরীরে করোনা ভাইরাসের হদিস মেলেনি বলেই জানানো হয়েছে হাসপাতাল থেকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোনও রকম ঝুঁকি না নিয়ে শিশুটিকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই পরিবারের কাউকেই দেখতে দেওয়া হচ্ছে না। এমনকী মায়ের সঙ্গেও নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়েছে। শুধুমাত্র ভিডিও কলেই শিশুটিকে দেখেছে তাঁর পরিবার।
করোনা হটস্পট হাওড়ার উলুবেড়িয়ায় এই ঘটনায় খুশির হাওয়া জেলা স্বাস্থ্য দফতরে।