বিবিধ বিভাগে ফিরে যান

এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানী 

April 25, 2020 | < 1 min read


জিওর সঙ্গে ফেসবুকের চুক্তি সম্পন্ন হওয়ার পর ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ  ৪৭০ কোটি মার্কিন ডলার বাড়ল। 

এখন তাঁর মোট সম্পত্তি হল ৪৯.২ বিলিয়ন মার্কিন ডলার। চিনের ধনকুবের জ্যাক মা-কে টপকে গেলেন অম্বানী। তিনি এখন বিশ্বের ১৭-তম ধনী ব্যক্তি।

রিলায়েন্স জিও-র ৯.৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ফেসবুক। মোট চুক্তির পরিমাণ ৪৩,৫৭৪ কোটি টাকা। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের পর এটাই ফেসবুকের সবচেয়ে বড় বিনিয়োগ। 

এই চুক্তি সম্পন্ন হওয়ার পর এক বিবৃতিতে অম্বানী জানিয়েছেন, ‘ভারতকে বিশ্বের প্রথমসারির ডিজিট্যাল সমাজে পরিণত করার ক্ষেত্রে আমাদের এই চুক্তি অনুঘটকের কাজ করবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#richest man, #Asia, #mukesh ambani

আরো দেখুন