দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রোগীশূন্য ডাক্তারপাড়া, চিকিৎসা চলছে অনলাইনে 

April 25, 2020 | < 1 min read


মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর, যা ডাক্তারপাড়া নামেই এলাকায় পরিচিত। এখানেই থাকেন শহরের বেশিরভাগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। পেডিয়াট্রিক থেকে মেডিসিন, জেনারেল সার্জারি থেকে গাইনো, মেদিনীপুর শহরের নামজাদা ডাক্তারদের চেম্বার এই রবীন্দ্রনগরেই। তাই দিনভর এই এলাকা রোগী ও রোগীর আত্মীয়দের ভিড়ে জমজমাট থাকত। তবে এখন চলছে লকডাউন। তাই ব্যাপক প্রভাব পড়েছে এই ডাক্তারপাড়ায়। 

সমস্ত ডাক্তারের চেম্বারেই ঝোলানো হয়েছে চেম্বার বন্ধের নোটিশ। সেখানে উল্লেখ করা রয়েছে করোনা মহামারীর জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে চেম্বার। ফলে মাথায় হাত অসুস্থ মানুষদের আত্মীয় পরিজনদের। এই পরিস্থিতিতে ভিড় বাড়ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দিশেহারা রোগীর পরিজনদের প্রশ্ন, ডাক্তারবাবুরাই যদি ফিরিয়ে দেন তাহলে যাব কোথায়?

রোগীশূন্য ডাক্তারপাড়া, চিকিৎসা চলছে অনলাইনে

এই পরিস্থিতিতে এগিয়ে এল মেদিনীপুর পুরসভা। তাঁরা চালু করেছে অনলাইন চিকিৎসা ব্যবস্থা। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সোশাল মিডিয়ার মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ চিকিৎসা পরিষেবা। মূলত ফোন ও হোয়াটসঅ্যাপেই প্রয়োজনীয় পরামর্শ দেবেন মেদিনীপুরের নামীদামী চিকিৎসকরা। এর জন্য দুটি আলাদা মোবাইল নম্বর চালু করা হয়েছে মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে। 

পুরসভার প্রশাসক তথা মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ জানিয়েছেন, সোম থেকে শনি দিনে দুবার এই পরিষেবা নিতে পারবেন এলাকাবাসী। লকডাউনে যাতে ঘরের বাইরে অযথা বের হতে না হয় তার জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে। যাদের চিকিৎসা চলছিল বিভিন্ন বিষয়ে, তাঁরাই মূলত ডাক্তারদের প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আবার হঠাৎ কোনও শারীরিক সমস্যায় পড়লেও পরামর্শ নিতে পারবেন। সোম থেকে শনিবার এই দুটো নম্বরে সকাল ১১টা থেকে বেলা ১টা এবং বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ডাক্তারবাবুরা অনলাইন পরিষেবা দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Lockdown, #medinipur town

আরো দেখুন