জীবনশৈলী বিভাগে ফিরে যান

এখন পোষ্যর নিন বিশেষ যত্ন

April 25, 2020 | 2 min read

পোষ্যের থেকে মালিকের করোনা সংক্রমণের আশঙ্কা নেই, কিন্তু মালিকের থেকে পোষ্যের সংক্রমণের আশঙ্কা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানায় গত সপ্তাহের শেষের দিকে একটি বাঘের সার্স-কোভ-২ ভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই ভাইরাসের দৌলতেই মানব শরীরে যে অসুস্থতা জন্ম নিচ্ছে তার নাম ‘কোভিড-১৯’। 

এই বাঘটির অসুস্থতা শনাক্ত করেছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনের জুলজিকাল প্যাথোলজি প্রোগ্রামের প্রধান কারেন টেরিও। তবে তিনি এও বলেছেন, বাঘের হয়েছে বলে আপনার পোষা বিড়ালের এই রোগ হবে, এমন কোনও কারণ নেই। বরং তার আক্রান্ত হওয়ার কোনও আশঙ্কাই নেই। 

তাঁর কথায়, ‘বাঘ কোনও ভাবেই গৃহপালিত বিড়াল প্রজাতির প্রাণী নয়। এ ছাড়া আজ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, এই ভাইরাস পোষ্যের থেকে তার মালিককে সংক্রামিত করছে। বরং মালিকের কাছ থেকে তাঁর পোষ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক বেশী।’

আজ পর্যন্ত গোটা পৃথিবীতে মাত্র দু’টি কুকুর এবং দু’টি বিড়ালের মধ্যে এই ভাইরাসের ফলাফল পজিটিভ এসেছে। এই তথ্য দিয়েছে আমেরিকান ভেটেরিনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন। ফেব্রুয়ারি মাসের শেষে প্রথম যে পোষ্যটির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে, সেটি হংকংয়ের। তখনই ভেটেরিনারি বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছিলেন, এই ঘটনাটি মানুষ থেকে পশুতে সংক্রামিত হওয়ার ঘটনা। সেই কুকুরটির মালিক এই রোগে সংক্রামিত হন। হংকং এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিশ্চিত করে এই তথ্য।

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনের প্রিভেন্টিভ মেডিসিন এবং পাবলিক হেল্থ-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইলিয়াম স্যান্ডারের মতে, ‘পৃথিবীতে ইতিমধ্যেই যেখানে কয়েক লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত, সেখানে গৃহপালিত পশুর আক্রান্তের সংখ্যা মাত্র চার। বলাই যায় পোষ্যের ক্ষেত্রে কোভিড-১৯-এর ঝুঁকি একেবারেই নগণ্য।’

উইলিয়াম স্যান্ডারের মতে ‘ঠিক এই কারণেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পোষ্যদের পরীক্ষার কথা ভাবছিই না।’ আমেরিকান ভেটেরিনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এমন ভেবে নেওয়ার কোনও কারণ নেই, আমেরিকায় এই ভাইরাসের এমন দাপটের পিছনে কোনও প্রাণী বা পোষ্যের কোনও ভূমিকা আছে।’

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আমেরিকান ভেটেরিনারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এভিএমএ) যৌথভাবে সুপারিশ করেছে যে, এই সময়ে যেন অসুস্থ মানুষ তাঁদের পোষ্যদের থেকে দূরে থাকেন। ঠিক যে ভাবে অন্য মানুষের থেকে দূরে থাকছেন, সেই ভাবে পোষ্যের থেকেও দূরে থাকুন। 

এই সময়ে বাড়ির অন্য কাউকে দায়িত্ব দিন পোষ্যকে দেখভাল করার জন্য। যদি একান্তই সেটা না হয়, তা হলে পোষ্যকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, মাস্ক পরবেন এবং কোনও ভাবেই পোষ্যের গায়ে হাত দেবেন না – তাদের সুপারিশ। 

একটাই কথা, আপনি যদি কোনওভাবে আক্রান্ত হয়েও থাকেন, তা হলে পোষ্যের কাছে এলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pet, #West Bengal, #Lockdown

আরো দেখুন