রাজ্য বিভাগে ফিরে যান

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প নিয়ে দূর্নীতির অভিযোগে সরব বিজেপি

April 26, 2020 | < 1 min read

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে অতিরিক্ত খাদ্যশস্য বন্টনে অনিয়ম এবং দূর্নীতির অভিযোগ এনে শুক্রবার বিজেপি রায়গঞ্জ শহর মন্ডলের তরফে রায়গঞ্জ মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হল। রায়গঞ্জ শহর মন্ডলের সভাপতি অভিজিৎ যোশি নেতৃত্বে এবং বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

অভিজিৎ বাবু জানিয়েছেন, লকডাউনের সময় গরীব মানুষকে খাদ্য সরবরাহের জন্য গত ১ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প কার্যকর হয়েছে। এই প্রকল্পের আওতায় গরীব মানুষকে অতিরিক্ত ৫ কেজি চাল এবং গম বিনামূল্যে দেওয়া হচ্ছে। কিন্তু, একাধিক ব্লকে সেই খাদ্যশস্য দুঃস্থ মানুষেরা পাচ্ছেন না। খাদ্যশস্য নিয়ে ক্রমাগত দূর্নীতি করা হচ্ছে। এদিন সংগঠের তরফে বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প

রায়গঞ্জ ব্লকে এই প্রকল্প কবে নাগাদ চালু হবে, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের প্রাপকদের তালিকা প্রকাশ্যে আনতে হবে, নেতাদের মাধ্যমে কুপন বিলি করা চলবে না, দূর্নীতিগ্রস্ত র‍্যাশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, র‍্যাশন সংক্রান্ত দূর্নীতির অভিযোগ জানাতে ব্লক অফিসে হেল্পলাইন নম্বর চালু করা সহ একাধিক দাবি স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ জানিয়েছেন, স্মারকলিপিতে উল্লেখিত র‍্যাশন সংক্রান্ত বিষয় খাদ্য নিয়ামক দপ্তর থেকে দেখা হয়। তাই, ওই দপ্তরে গিয়ে তথ্য নিতে বলা হয়েছে। তিনি আরও জানান, র‍্যাশন সংক্রান্ত অভিযোগ পেয়ে ইতিমধ্যেই কয়েকজন ডিলারকে শোকজ করা হয়েছে।অনেককে সাবধানও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#rainganj, #pm garib kalyan anno yojana

আরো দেখুন