← স্বাস্থ্য বিভাগে ফিরে যান
শরীর খারাপ? দেখে নিন কি করণীয়
শরীর খারাপ? জ্বর জ্বর লাগছে? করোনা আক্রান্ত হওয়ার চিন্তায় ভুগছেন? ঘাবড়াবেন না। দেখে নিন আপনার কি কি করণীয়:
বাড়ি কলকাতা বা সংলগ্ন এলাকায় হলে
- মাস্ক পরে থাকবেনই। ফিজিক্যাল দূরত্ব বজায় রাখুন। হাতে গ্লাভস পরে তবেই কোনও জিনিস ধরুন
- নিকটবর্তী যে কোনও মেডিক্যাল কলেজ [যেমন: সাগরদত্ত মেডিক্যাল, আরজি কর, এনআরএস, পিজি (পিজির ফিভার ক্লিনিকটি চলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে), ন্যাশনাল মেডিক্যাল কলেজ] হাসপাতালের ফিভার ক্লিনিকে গিয়ে দেখান
- কলকাতার কোভিড হাসপাতাল এমআর বাঙুরের ফিভার ক্লিনিকেও দেখাতে পারেন
- পিয়ারলেস, মেডিকা, অ্যাপোলো, ফর্টিসের মতো প্রায় সমস্ত বড় বেসরকারি হাসপাতালেও চলছে ফিভার ক্লিনিক। সেখানেও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন
- কলকাতায় চারটি হাসপাতালকে কোভিড হাসপাতাল চিহ্নিত করা রয়েছে–এমআর বাঙুর, সিএনসিআই-রাজারহাট (চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল), বেলেঘাটা আইডি এবং আমরি (অ্যানেক্স)
- এর মধ্যে একমাত্র কোভিড-১৯-এ আক্রান্ত তুলনামূলক ক্রিটিক্যাল রোগীরা চিকিৎসাধীন থাকবেন আইডি এবং আমরি-তে
- পরীক্ষার পর চিকিৎসক যদি মনে করেন আপনার করোনা সংক্রমণ হয়েছে, তবেই আপনাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে সোয়াব পরীক্ষার কথা বলা হবে
বাড়ি অন্য জেলায় হলে
- মাস্ক পরে তো থাকবেনই। ফিজিক্যাল দূরত্ব বজায় রাখুন। হাতে গ্লাভস পরে তবেই কোনও জিনিস ধরুন
- নিকটবর্তী জেলা হাসপাতালের ফিভার ক্লিনিকে দেখান। কাছাকাছি মেডিক্যাল কলেজ থাকলে সেখানকার ফিভার ক্লিনিকেও দেখাতে পারেন
- পরীক্ষার পর চিকিৎসক যদি মনে করেন আপনার করোনা সংক্রমণ হয়েছে, তবেই আপনাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে সোয়াব পরীক্ষার কথা বলা হবে