স্বাস্থ্য বিভাগে ফিরে যান

শরীর খারাপ? দেখে নিন কি করণীয়

April 27, 2020 | < 1 min read

শরীর খারাপ? জ্বর জ্বর লাগছে? করোনা আক্রান্ত হওয়ার চিন্তায় ভুগছেন? ঘাবড়াবেন না। দেখে নিন আপনার কি কি করণীয়:

বাড়ি কলকাতা বা সংলগ্ন এলাকায় হলে

  • মাস্ক পরে থাকবেনই। ফিজিক্যাল দূরত্ব বজায় রাখুন। হাতে গ্লাভস পরে তবেই কোনও জিনিস ধরুন
  • নিকটবর্তী যে কোনও মেডিক্যাল কলেজ [যেমন: সাগরদত্ত মেডিক্যাল, আরজি কর, এনআরএস, পিজি (পিজির ফিভার ক্লিনিকটি চলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে), ন্যাশনাল মেডিক্যাল কলেজ] হাসপাতালের ফিভার ক্লিনিকে গিয়ে দেখান
  • কলকাতার কোভিড হাসপাতাল এমআর বাঙুরের ফিভার ক্লিনিকেও দেখাতে পারেন
  • পিয়ারলেস, মেডিকা, অ্যাপোলো, ফর্টিসের মতো প্রায় সমস্ত বড় বেসরকারি হাসপাতালেও চলছে ফিভার ক্লিনিক। সেখানেও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন
  • কলকাতায় চারটি হাসপাতালকে কোভিড হাসপাতাল চিহ্নিত করা রয়েছে–এমআর বাঙুর, সিএনসিআই-রাজারহাট (চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল), বেলেঘাটা আইডি এবং আমরি (অ্যানেক্স)
  • এর মধ্যে একমাত্র কোভিড-১৯-এ আক্রান্ত তুলনামূলক ক্রিটিক্যাল রোগীরা চিকিৎসাধীন থাকবেন আইডি এবং আমরি-তে
  • পরীক্ষার পর চিকিৎসক যদি মনে করেন আপনার করোনা সংক্রমণ হয়েছে, তবেই আপনাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে সোয়াব পরীক্ষার কথা বলা হবে
শরীর খারাপ? দেখে নিন কি করণীয়

বাড়ি অন্য জেলায় হলে

  • মাস্ক পরে তো থাকবেনই। ফিজিক্যাল দূরত্ব বজায় রাখুন। হাতে গ্লাভস পরে তবেই কোনও জিনিস ধরুন
  • নিকটবর্তী জেলা হাসপাতালের ফিভার ক্লিনিকে দেখান। কাছাকাছি মেডিক্যাল কলেজ থাকলে সেখানকার ফিভার ক্লিনিকেও দেখাতে পারেন
  • পরীক্ষার পর চিকিৎসক যদি মনে করেন আপনার করোনা সংক্রমণ হয়েছে, তবেই আপনাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে সোয়াব পরীক্ষার কথা বলা হবে
TwitterFacebookWhatsAppEmailShare

#fever, #treatment

আরো দেখুন