দেশ বিভাগে ফিরে যান

১৯২১ থেকে ফোন এলে অবশ্যই ধরবেন

April 29, 2020 | < 1 min read

অতিমারি করোনাভাইরাসের  বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল মাধ্যমকে সক্রিয়ভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এবার আরও একধাপ এগিয়ে করোনা সমীক্ষায় নাগরিকদের ফোন করবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। করোনা পরিস্থিতি নিয়ে নাগরিক মতামতের স্বার্থে ১৯২১ নম্বর থেকে ফোন যাবে দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকদের কাছে।

এক বিবৃতিতে নাগরিকদের বেশী করে ফোন তুলে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে অনুরোধ করেছে কেন্দ্র। তবে একই সময়ে ১৯২১ বাদে অন্য কোনও নম্বর থেকে এই উদ্দেশ্যেই ফোন এলে, তা থেকে সতর্ক থাকতেও বলা হয়েছে। কেন্দ্রীয় সমীক্ষার ফোন শুধু ১৯২১ থেকেই যাবে। 

১৯২১ থেকে ফোন এলে অবশ্যই ধরবেন

উল্লেখযোগ্য, কেন্দ্রীয় এই সমীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তির কোনও গোপন তথ্য জিজ্ঞেস করা হবে না। তাই অন্য কোনও নম্বর থেকে একই উদ্দেশ্যে ফোন করে প্রতারণার চেষ্টা হলে নাগরিকরা যেন তা রিপোর্ট করেন, তা জানানো হয়েছে।

আরও জানা গেছে, করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট নাগরিকের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্যোগের তথ্যও দেওয়া হবে। যদিও ঠিক কবে থেকে এই ফোন আসবে, তা স্পষ্ট করে জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #covid19

আরো দেখুন