জীবনশৈলী বিভাগে ফিরে যান

কৌটো ফেলে না দিয়ে কাজে লাগান এই ভাবে 

April 29, 2020 | < 1 min read

বাড়িতে অনেক কৌটোই আমরা ফেলে দিই। কিন্তু জানেন কি এই ফেলে দেওয়া টিনের কৌটো দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর চমৎকার সব জিনিস। 

  • চামচ, কলম, ছুড়ি কিছুই হাতের কাছে পাচ্ছেন না? কোন চিন্তা নেই। টিনের কৌটোকে মাঝ বরাবর কেটে নিন।গায়ে জড়িয়ে দিন রঙিন চটের টুকরো বা র্যাকপিং পেপার। বাহারি রঙ ও করতে পারেন নিজের ইচ্ছে মতো। ব্যাস তৈরী আপনার পেন বা চামচদান।
  • টিনের ছোট কৌটোকে রঙ করে বানিয়ে ফেলুন ডেসার্ট কন্টেনার।
  • টিনের কৌটো দিয়ে কখনো স্পিকার সেট বানানোর কথা ভেবেছেন। কৌটোর নীচটা চাকু দিয়ে সমান করে কেটে নিন। বাইরে বিভিন্ন কারুকার্য করে ভেতরে স্পিকার বসিয়ে দিন। ব্যাস তৈরী আপনার স্পিকার সেট।
  • ঢাকনা শুদ্ধ কৌটো নিন। এবার ঢাকনাটার মাঝখানটা গোল করে কেটে নিন। কৌটোটাকে তুলির টানে সাজিয়ে তুলুন। তৈরী আপনার ফ্যান্সি ক্যান্ডেল স্ট্যান্ড।
  • টিনের একটা কৌটো নিয়ে সারা গায়ে ছোট ছোট ছিদ্র করে নিন। ভেতরে বাল্ব ভরে মুখ আটকে দিন। এবার জ্বালিয়ে দিন। আবছা আলোয় মোহময় ঘরে পছন্দের মানুষের সাথে সময় কাটান।
  • একটি টিনের কৌটোর ঢাকনার মাঝখানটা ছোট্ট করে চিড়ে দিন। যাতে পয়সা ফেলা যায়। কৌটোটাকে বাহারি কাগজ দিয়ে মুড়ে দিন। ব্যাস তৈরী আপনার ক্ষুদের পিগি ব্যাঙ্ক।
  • টিনের কৌটো ব্যবহার করতে পারেন আপনার অন্দর সজ্জার গাছের টব হিসেবেও। ছোট্ট এবং ছিম ছাম।
  • বেশ কয়েকটা কৌটোকে সুন্দর রঙ করুন। নীচে ফুটো করে দড়ির সাহায্যে সবকটাকে একসাথে ঝুলিয়ে দিন। তৈরী আপনার উইন্ড চাইমস। 
TwitterFacebookWhatsAppEmailShare

#lifestyle, #house decorate

আরো দেখুন