২৮৪ বছরের প্রথা ভেঙে এবার পুরীতে হবে না রথযাত্রা উৎসব
২৮৪ বছরের প্রথা ভেঙে এবার হচ্ছে না প্রভু জগন্নাথদেবের ঐতিহাসিক রথযাত্রা। আর সে কারণেই আজ, মঙ্গলবার থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ তৈরির যে কাজ শুরু হওয়ার কথা ছিল, বন্ধ রাখতে হয়েছে তাও।
শ্রীজগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ) সূত্রে জানা গিয়েছে, জগন্নাথদেবের রথযাত্রার সূচনা হিসেবে অক্ষয় তৃতীয়া থেকে যে সমস্ত মাঙ্গলিক পূজার্চনা করা হতো প্রকাশ্যে, এবার পুরীর জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর নির্দেশ মেনে তা করা হয়েছে মন্দিরের ভিতরেই।
শুধু তাই নয়, একাদশ শতাব্দীতে মন্দির তৈরি হওয়ার পর থেকে এবারই প্রথম ভগবান লিঙ্গরাজের ‘রুকুনা’ রথযাত্রাও বাতিল করা হয়েছে। গত পয়লা এপ্রিল হওয়ার কথা ছিল ওই যাত্রা। প্রসঙ্গত, প্রতি বছর জগন্নাথদেবের রথযাত্রার আগে লিঙ্গরাজদেবের ‘রুকুনা’ হওয়াটাই রীতি। আগামী ২৩ জুন রথযাত্রা। পুরীর গ্র্যান্ড রোডে সেই রথযাত্রা প্রত্যক্ষ করতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী উপস্থিত হন এই মন্দির-শহরে।
কিন্তু, করোনার জেরে কয়েকশো বছরের সেই ধার্মিক রীতি বন্ধ হতে চলায়, হতাশা নেমে এসেছে ভক্তকুলে।