উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ধূপগুড়িতে বৃহন্নলাদের খাদ্যসামগ্রী বিতরণ

April 29, 2020 | < 1 min read

ধূপগুড়ি ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বৃহনল্লাদের খাদ্যসামগ্রী বিতরণ করা হল। সোমবার ধূপগুড়ি ব্লক প্রশাসনের কার্যালয়ে ১০ জন বৃহন্নলাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

ধূপগুড়িতে বৃহন্নলাদের খাদ্যসামগ্রী বিতরণ

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে খাবারের সমস্যায় ভুগছিলেন তাঁরা। এই বিষয়ে তাঁরা ধূপগুড়ির বিডিও শঙখদীপ দাস ও বিধায়ক মিতালি রায়ের কাছে তাঁদের সমস্যার কথা জানান। এরপরই বৃহন্নলাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি আগামীতে কোনও সমস্যা হলে প্রশাসনকে জানাতে বলা হয়।

১৮ জন বৃহন্নলার তালিকা তৈরি করা হয়, সেই ভিত্তিতেই খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থাও করা হয়। কিন্তু তাঁদের মধ্যে ৮ জন এদিন অনুপস্থিত ছিলেন। বিডিও জানিয়েছেন বাকিদের পরে খাদ্যসামগ্রী দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রশাসন মানুষের পাশে রয়েছে। তাদের সর্বোতভাবে সহযোগিতা করা হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #transgenders, #Food distribution

আরো দেখুন