দেশ বিভাগে ফিরে যান

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দশম, দ্বাদশের বাকি পরীক্ষা হবে না

April 29, 2020 | < 1 min read

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি থাকা বিষয়ের পরীক্ষা হবে না। আজ একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। 

যদিও একইসঙ্গে পড়ুয়াদের উদ্দেশে তিনি এও বলেন, ছাত্রছাত্রীরা তৈরি থেকো। বাড়িতেই থাকো। যতটা পারো অনলাইনে পড়ো। তারপর লকডাউন উঠে পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে। জয়েন্ট এবং নিট পরীক্ষা ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দশম, দ্বাদশের বাকি পরীক্ষা হবে না

পাঠ্যক্রম সহ সেশন নিয়ে আলোচনা করতে আগামীকাল সব রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। দশম এবং দ্বাদশ শ্রেণির ২৯ টি মূল বিষয় এবং ঐচ্ছিক মিলিয়ে মোট ৮৩ টি পরীক্ষা বাকি রয়েছে। লকডাউন উঠে পরিস্থিতি স্বাভাবিক হলে মূল বিষয়ের পরীক্ষা হবে। অন্য বিষয়ের নম্বরের গড় দেখে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #twelveth exams, #Tenth exams

আরো দেখুন