খেলা বিভাগে ফিরে যান

চুনী গোস্বামী – ভারতীয় ফুটবলের অবিসংবাদিত তারকা

April 30, 2020 | 2 min read

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। বয়স হয়েছিল ৮২। তিনি সারাজীবন মোহনবাগানের জন্যে খেলেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ক্রিকেট, ফুটবল দুই দলেরই অধিনায়ক ছিলেন। 

মোহনবাগান দলের সাথে চুনী গোস্বামী 
এক ফ্রেমে দুই তারকা – পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামী 

চুনীবাবু আন্তর্জাতিক ফুটবল খেলা শুরু করেন ১৯৫৭ সালে। চুনী গোস্বামীই ছিলেন জাতীয় দলের তারকা।

১৯৬০ সালে অলিম্পিক দলে চুনী গোস্বামী 

১৯৬২ সালে তিনি দেশকে এশিয়ান গেমস-এ সোনা এনে দেন।

১৯৬২ সালে এশিয়ান গেম্স জয়ী দলে চুনী 
ময়দানে দুই মহারথী পিকে, বলরামের সাথে চুনী গোস্বামী

চুনী গোস্বামী আন্তর্জাতিক ফুটবলকে ১৯৬৪ সালে বিদায় জানান। তিনি ছিল তখন মাত্র ২৭। কিন্তু এখানেই তাঁর কেরিয়ার শেষ হয়ে যায় নি। তিনি ইতিমধ্যেই ছিলেন এক পোক্ত রঞ্জি খেলোয়ার। এরপরে ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন তিনি।

শুধু ফুটবল নয়, ক্রিকেটেও সিদ্ধহস্ত ছিলেন চুনী। সাথে পঙ্কজ রায় 

১৯৬৬ সালে বোলার হিসেবে তিনি এবং সুব্রত গুহ এক ঐতিহাসিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারান। চুনী বাবু নিজে একাই ৮ টি উইকেট নেন। ১৯৭১-৭২ সালে তিনি ছিলেন বাংলার অধিনায়ক। তিনি দলকে রঞ্জি ট্রফি ফাইনালে পৌঁছে দেন।

এক ফ্রেমে দুই তারকা – পেলে ও চুনী গোস্বামী   

ফুটবলার চুনী গোস্বামী এবং ক্রিকেটার চুনী গোস্বামীর মধ্যে কোনও তুলনা হয়না। চুনী গোস্বামী ফুটবলার হিসেবে অনেক এগিয়ে। তাঁর অসাধারণ বল পাসিং ক্ষমতা, বলের ওপর কন্ট্রোল ডিফেন্ডকে অবাক করে দিত। 

মোহনবাগান দিবসে চুনী গোস্বামী ও মমতা বন্দ্যোপাধ্যায়

এতদিন পড়েও চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল তারকা।

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন চুনি গোস্বামী
TwitterFacebookWhatsAppEmailShare

#footballer, #Football Legend, #chuni goswami

আরো দেখুন