← জীবনশৈলী বিভাগে ফিরে যান
বাড়ি পরিষ্কার রাখার শিল্প আয়ত্ত করুন সহজেই
বাড়ি তৈরি করা কিংবা সেই বাড়ি সাজানো যেমন শিল্প, তেমনই সেই বাড়ি পরিষ্কার এবং ধূলোহীন রাখাটাও শিল্প৷
আমরা সবাই জানি বাতাসে কোটি-কোটি সূক্ষ্ম ধূলিকণা ভেসে বেড়াচ্ছে৷ খালি চোখে দেখা যায় না এই কণা, কিন্তু অন্ধকার ঘরে আলোর রেখা পড়লে উড়ে বেড়াতে দেখা যায় এই সব কণাদের৷
চোখে না দেখতে পাওয়া এই শত্রুর বিরুদ্ধে আমরা ঝাঁটা-ঝাড়ু-ভিজে কাপড়-ভ্যাকুম ক্লিনার সব কিছু দিয়ে রোজ দু-বেলা লড়াই করে যাই৷ এবং রোজ এই লড়াই শেষে আত্মতুষ্টিতেও ভুগি এই ভেবে যে আজকের মতো বাড়ির অন্দরমহলকে ধূলিকণাহীন রাখা গেল৷
জেনে নিন ধূলো-মুক্তির ন’টি সহজ উপায়
- কোনও ঘরে যখন ধূলো ঝাড়বেন, তখন যখন যেটা ইচ্ছে সেটার ধূলো ঝাড়বেন না৷ একটা নির্দিষ্ট পথে ঘুরে-ঘুরে ধূলো ঝাড়তে থাকুন যাতে বাদ না যায় কোনও কিছুই৷ বিক্ষিপ্ত মনে এই কাজটা করবেন না৷ বিশেষজ্ঞরা বলছেন, গান শুনতে শুনতে এই কাজটা করলে কাজটা ভালো হয়৷
- ঘরের মধ্যে ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লকওয়াইজ ভাবে ঘুরে ধূলো ঝাড়ুন৷ এর ফলে ঘরের কোনও অংশই বাদ থাকার সম্ভাবনা থাকবে না শুকনো ডাস্টার দিয়ে ধূলো ঝাড়ার পরে ভিজে কাপড় দিয়ে আসবাব মুছে নিন৷ আসবাবের নীচের দিকে, চোখের আড়ালে ধূলে জমে প্রচুর৷ লক্ষ্য রাখুন সেদিকেও৷
- প্রতিটি ঘরে ধূলো ঝাড়ার পর শুকনো ডাস্টারটিকে ঘরের বাইরে নিয়ে গিয়ে তাতে জমে থাকা ধূলো ঝেড়ে ফেলে দিন৷ ভিজে কাপড়টিও জলে ধুয়ে নিন নতুন ঘরে যাওয়ার আগে৷
- যে-সব ফার্নিচারের (বড় বুক শেলফ বা আলমারি, অথবা খাট) নীচে বা উপরে বা পিছনে সচরাচর চোখ যায় না আপনাকে পৌঁছতে হবে সেখানেও৷ লম্বা হ্যান্ডেলওয়ালা সিন্থেটিক ডাস্টার কিনতে পাওয়া যায়, এ ক্ষেত্রে ব্যবহার করুন সেটা৷
- যে-সব ফার্নিচারে কাপড় রয়েছে সেই সব ফার্নিচার পরিষ্কার করার সময় ভ্যাকুম ক্লিনার ব্যবহার করুন৷
- শোওয়ার ঘরে খাটের ওপর যে-ম্যাট্রেসটি পাতা থাকে সেখানেই বাসা বাঁধে ডাস্ট মাইটস৷ একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রেসে এই মাইটের সংখ্যা প্রায় ১ কোটির মতো৷ ম্যাট্রেস কাভারটি সরিয়ে ভালো করে শক্ত ঝাড়ু দিয়ে তার ধূলো পরিষ্কার করুন, তারপরে আবার কাভার লাগিয়ে নতুন বেডসিট পাতুন৷
- বাথরুম এবং রান্না ঘরের দেওয়ালে যেখানে টাইলস লাগানো আছে সেই জায়গাটা ভিজে স্পঞ্জ ডাস্টার দিয়ে ঘষে-ঘষে পরিষ্কার করুন৷
- ধূলো জমে ক্যাবিনেটের মধ্যেও৷ চোখ রাখুন সেদিকেও৷
- সবার শেষে নজর দিতে হবে ঘরের মেঝেয়৷ কার্পেট থাকলে ভ্যাকুম করে নিন৷ আর মেঝেয় যদি টাইলস বা সিমেন্ট থাকে, তাহলে লম্বা স্টিক লাগানো মপ ব্যবহার করুন৷ জলে কিছুটা অ্যান্টিসেপটিক লিকুইড ব্যবহার করে মপ করলে জীবাণু মুক্ত হবে অনেকটাই৷