লকডাউন ক্ষতি করেছে ৪ কোটি পরিযায়ী শ্রমিকের, দাবী বিশ্বব্যাঙ্কের
করোনা অতিমারি সামাল দিতে দেশজুড়ে চলছে লকড়াউন। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশী বিপাকে পড়তে দেখা গিয়েছে পরিষায়ী শ্রমিকদের। এমন সময় এক তথ্য প্রকাশ্যে আনল বিশ্ব ব্যাঙ্ক। তাদের দাবী অনুযায়ী, লকডাউনের জেরে ভারতে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন প্রায় চার কোটি পরিযায়ী শ্রমিক। করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলেও ভয়াবহ এরই অবস্থা সামাল দিতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাঙ্ক।
নিজেদের প্রকাশ করা তথ্যে ভারতের অর্থনীতির বিষয়টিকে তুলে ধরে বিশ্বব্যাঙ্কের দাবী, লকডাউন ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই প্রায় ৫০ থেকে ৬০ হাজার শ্রমিক শহর ও শহরতলীর অঞ্চল থেকে গ্রামে ফিরে গিয়েছেন। যার প্রভাব ব্যাপক ভাবে পড়তে চলেছে গ্রামীণ অর্থনীতিতে।
সবকিছু ঠিক হয়ে গেলেও অর্থনীতিতে এর ফল ব্যাপকভাবে পড়তে চলেছে বলে আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক। তথ্য তুলে দাবী করা হয়েছে, করোনার ফলে বিশ্বের নানা দেশ থেকে ভারতে ফেরা ব্যক্তিদের তুলনায়, পরিষায়ী শ্রমিকদের গ্রামে ফিরে যাওয়ার হার অনেকগুণ বেশী।
বিশ্বব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে করোনা পরিস্থিতি ভারতে কর্মহীন হয়েছেন বহু শ্রমিক, পরিষায়ী শ্রমিকরা আটকে রয়েছেন দেশের নানা প্রান্তে। তাদের দিকে নজর দিক ভারত সরকার। নিশ্চিত করুক তাদের স্বাস্থ্য ও খাদ্য যোগানের বিষয়টি।