লকডাউনে বন্ধ চা বাগানের শ্রমিকরা চরম সমস্যায়
চা বাগান বন্ধ থাকায় এমনিতেই সারাবছর কাজ নেই। তারউপর করোনার কারণে লকডাউনের ফেরে বন্ধ বাগানের শ্রমিকরা দৈনিক মজুরিতে বাইরেও কাজে যেতে পারছেন না। এই অবস্থায় চলতি এপ্রিল মাসের ফাউলাইয়ের টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছে মাদারিহাটের বন্ধ ঢেকলাপাড়া, বান্দাপানি ও লঙ্কাপাড়া চা বাগানের শ্রমিকরা।
শ্রমদপ্তরেও জানা নেই কবে রাজ্য থেকে বন্ধ বাগানের শ্রমিকদের এপ্রিল মাসের ফাউলাইয়ের টাকার অ্যালটমেন্ট আসবে। বন্ধ বাগানের সব শ্রমিক আবার এই টাকা পায় না। যাঁরা ফাউলাইয়ের টাকা পান না তাঁরা লকডাউনে আরও বিপদে পড়েছেন।
এদিকে, সবাই জানে চা বাগানে সব্জি চাষ হয় না। এ অবস্থায় রেশনে চাল, আটা বা গম পেলেও সব্জি না থাকায় বন্ধ বাগানের শ্রমিকদের পাতে এখন কোনও সব্জি পড়ছে না। সব্জি না থাকায় শুধুমাত্র শুঁটকি মাছ, ঢেঁকি ও কচু শাক দিয়েই সব্জির প্রয়োজন মেটাচ্ছেন বন্ধ বাগানের শ্রমিকরা।
এমনিতেই বন্ধ বাগানে কাজ নেই। তারউপর লকডাউনের জন্য শ্রমিকরা বাইরেও যেতে পারছে না। এপ্রিল মাসের ফাউলাইয়ের ওই ১৫০০ টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন শ্রমিকরা।