রাজ্য বিভাগে ফিরে যান

মাস পয়লায় পুরো বেতনেরই আশ্বাস

May 1, 2020 | < 1 min read

করোনা-পরিস্থিতিতে অনেক প্রতিকূলতার মধ্যেও যে তাঁর প্রশাসন সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের পাশে রয়েছে, তা আরও এক বার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার নবান্নে তিনি বলেন, ‘কেরালা সরকার বলেছে কর্মীদের বেতন ২৫ শতাংশ কমানো হবে। অনেক রাজ্য সরকার মাইনে কেটে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার ডিএ কেটে দিয়েছে। আমরা দেনা শোধ করেও ৫৫ হাজার কোটি টাকা সামাজিক ক্ষেত্রে বরাদ্দ করেছি। কর্মীরা যাতে ১ তারিখেই বেতন পান, সে জন্যও সব রকম চেষ্টা করছি।’

লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙ্গা করার পরামর্শদানে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে গঠিত রাজ্যের টাস্ক ফোর্স যে ইতিমধ্যেই এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার আর্থিক পরিকল্পনা পেশ করেছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। 

মাস পয়লায় পুরো বেতনেরই আশ্বাস

মমতা বলেন, ‘ছ’মাসের জন্য এই পরিকল্পনা তৈরি করেছে টাস্ক ফোর্স। আমরা প্রস্তাব পরীক্ষা করে দেখছি। মনে রাখবেন, সারা দেশের মধ্যে আমরাই প্রথম অর্থনৈতিক পুনর্গঠন প্রকল্পের চিন্তাভাবনা করেছি।’

বিরোধী, বিশেষ করে বিজেপি-শিবিরের নিরন্তর সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা এত কথা বলছেন, তাঁদের বলছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে দিল্লি থেকে করুন না। তার পর বাংলাকে বসে বসে ধ্বংস করবেন! আমার অনুরোধ, বাংলাটাকে ধ্বংস করবেন না।’ 

তাঁর পরামর্শ, ‘বেশি লেবু কচলাবেন না। লেবু কচলালে তেতো হয়ে যায়। বরং বেশি করে অরেঞ্জ রস খান। কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানিয়ে রাখা যায়। সর্বক্ষণের জন্য সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #salary, #workers, #1st month

আরো দেখুন