বিবিধ বিভাগে ফিরে যান

সত্যজিতের লেখা যে সাতটি বই আপনাকে পড়তেই হবে

May 2, 2020 | 2 min read

সত্যজিৎ রায় ভারত বর্ষের প্রথম অস্কারজয়ী চিত্র পরিচালক। তিনি একাধারে ছিলেন পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, গান লেখক, গ্রাফিক ডিজাইনার। এছাড়াও তিনি ছিলেন এক দুর্ধর্ষ লেখক। 

সত্যজিৎ রায় শিশু ও কিশোরদের জন্যে অসাধারণ সব বই লিখে গেছেন। মূলত বাংলা ভাষাতেই লিখতেন তিনি। কিন্তু পরবর্তীতে তাঁর লেখা জার্মান, পলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিতে অনুবাদ করা হয়।

বাংলায় লেখা মানিকবাবুর সাতটি বই যা জীবনে একবার না পড়লে এক বড় পাওনা থেকে বঞ্চিত হবেন। দেখে নিন সেই বইগুলো কি কি

ফেলুদা সমগ্র

ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট এক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র।এই বইয়ে রয়েছে ফেলুদা, তোপসে, লাল মোহন গাঙ্গুলির রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ সব কটি গল্প। ফেলুদার গোয়েন্দাগিরি থেকে রবার্টসনের রুবি – ফেলুদার রোমহর্ষক সব গল্পই পাবেন এই খন্ড দুটিতে।

প্রফেসর শঙ্কু সমগ্র

এই বইয়ে রয়েছে সত্যজিৎ রায় সৃষ্ট আরেক জনপ্রিয় চরিত্র, বিজ্ঞানের সাধক প্রফেসার শঙ্কুর গল্প। প্রফেসার শঙ্কুর হাত ধরে সত্যজিৎ রায় আপনাকে নিয়ে যাবেন কল্প বিজ্ঞানের এক অদ্ভুত দুনিয়ায়।

তারিণী খুড়ো

সত্যজিৎ রায় এক জীবনে বহু জনপ্রিয় চরিত্রের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে আরো একজন হলেন চিরকুমার তারিণী খুড়ো। তারিণী খুড়ো চরিত্রটি অল্প বয়স্ক ছেলেদের অনুরোধে নিজের জীবনের অভিজ্ঞতার সব টান টান গল্প বলে শোনাতেন। তাঁর গল্প বলার ধরনও সব্বার থেকে আলাদা। এই বইটিতে পাবেন তারিণী খুড়োর গল্প।

মোল্লা নাসীরুদ্দীনের গল্প

মানিক বাবু নিজের জীবনে বাচ্চাদের জন্যে অনেক লিখে গেছেন। মধ্য প্রাচ্যের মোল্লা নাসিরুদ্দীনের বেশ কিছু গল্প সংগ্রহ করে সত্যজিৎ লেখেন মোল্লা নাসীরুদ্দীনে্র গল্প। এই মজার গল্পগুলি যে কোন বয়সেই উপভোগ্য।

একেই বলে শুটিং 

এটি সত্যজিৎ রায় রচিত একটি নন-ফিকশন গ্রন্থ। চলচ্চিত্র বিষয়ক বইটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়। বইটিতে তিনি ছবির শুটিং করতে গিয়ে যেসব মজার ঘটনার সম্মুখীন হয়েছেন বা মনে রাখার মত অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলোর কথা তুলে ধরেছেন। 

বিষয় চলচ্চিত্র

বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায় রচিত চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধের সংকলন হিসেবে প্রকাশিত একটি বই। এতে তার চলচ্চিত্র নির্মাণের কৌশল এবং পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করেছেন এবং তার ছবির বেশ কিছু সমালোচনার জবাব দিয়েছেন। ১৯৮২ সালের জানুয়ারিতে বইটির প্রথম পেপারব্যাক সংস্করণ প্রকাশিত হয়।

মাই ইয়ার্স উইথ অপু 

১৯৯৪ সালে প্রকাশিত এই বইটি সত্যজিৎ রায়ের একটি আত্মজীবনীর অংশবিশেষ। বইটি মরণোত্তর প্রকাশিত হয়েছিল। অপু ট্রিলজি তৈরির সময় ওনার অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা সম্বলিত এই বইটি সুখপাঠ্য। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Satyajit Ray, #books

আরো দেখুন