নেই অতিথি সমাগম, সত্যজিতের জন্মদিনে লকডাউনের নৈঃশব্দ্য ঘিরেছে রায়বাড়িকে
২রা মে। আজ তাঁর জন্মদিবস। কিন্তু তিনি নেই, এ তো হতে পারে না! তিনি রয়ে গিয়েছেন তাঁর লেখায়, ছবিতে, সিনেমায়, সুরের মূর্ছনায়। সত্যজিৎ রায়ের ২৮তম প্রয়াণদিবসেও তিনি আমাদের জীবনজুড়ে।
এই করোনা আতঙ্কিত বিশ্বে, লকডাউনের বিষণ্ণ দিনে যে ছবিগুলোর কাছে বারবার ফিরতে ইচ্ছা করে, যেগুলো কোনওদিন পুরনো হয় না, সেগুলো বেশিরভাগই তাঁর সৃষ্টি। এখনও ‘অশনি সংকেত’, ‘পথের পাঁচালী’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘সোনার কেল্লা’, ‘আগন্তুক’, ‘নায়ক’, ‘দেবী’র মতো সিনেমায় বারবার আকর্ষিত হই আমরা।
সংবাদমাধ্যমকে সন্দীপ রায় জানালেন, “লকডাউন না থাকলে হয়তো এদিন নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কয়েকজন বাড়িতে আসতেন। ২৮ বছর হল বাবা চলে গিয়েছেন। এই বছর উনি ১০০ বছরে পড়লেন। কাজেই বিশেষ কিছু কিছু পরিকল্পনা রয়েছে আমাদের। কিন্তু এই পরিস্থিতিতে সেসব ভন্ডুল হয়ে গেল। এখন যে কী হবে, কেউ আমরা জানি না। অন্য সময় হলে বাড়িতেই ছোটখাট সমাবেশ মতো হত। সে হল না। আর কী করা যাবে!”
করোনা-কবলিত বিশ্বে এখন মৃত্যুমিছিল। সেই কালো ছায়া কোথাও যেন এই দিনটাকেও ছুঁয়ে ফেলল।