ছেলেবেলার ফেলে আসা স্বপ্নগুলো দিয়ে মালা গাঁথলেন রিঙ্গো
জীবনের সঙ্গে হঠাৎ করেই লকডাউন, কোয়ারেন্টাইন শব্দগুলো জুড়ে গিয়েছে। কোভিড-১৯ নামক এই ভাইরাস এসে বদলে দিয়েছে আমাদের জীবনধারা। ছেদ ফেলেছে সাধারণ দৈনন্দিন ভাবনায়।
জীবন যেমন চলছে সেই গতিতেই আমরা চলতে অভ্যস্ত ছিলাম। কখনও জোর দিয়ে ভাবিনি ভবিষ্যৎ কি? কিন্তু এখন তা ভাবতে বাধ্য হয়েছি। আবার এটাও ঠিক এই লকডাউনে আমরা আবার নিজেদের খুঁজে পেয়েছি।
নিজেদের শখ, ছোটবেলার স্বপ্ন, ছোট ছোট সম্পর্কগুলো আবার নতুন করে গড়ে উঠেছে। নতুন করে আমরা অনেক মানুষকে চিনতে শিখছি। এই কঠিন সময়টা কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পার করতে হবে তা শিখেছি। জীবন কত তুচ্ছ, সেই মূল্যবোধও জন্মেছে। কাজ আর ব্যস্ততার দোহাই দিয়ে রঙ তুলি, নাচ সব ভুলতে বসেছিলাম আমরা।
এই লকডাউনে তা আবার ফিরে এসেছে। ফেলে আসা ছোটবেলা, সেই স্বপ্নগুলোকেই ধরতে চেয়েছেন পরিচালক রিঙ্গো ব্যানার্জী। স্বপ্নের জন্য আমরা যেমন অপেক্ষা করি, করোনার এই আঁধার পেরিয়েও আসবে নতুন ভোর। ২৭ জন অভিনেতা-অভিনেত্রীর ২৭টি স্বপ্ন ৪ মিনিট ৪৬ সেকেন্ডের এই ছোট ছবিতে বুনেছেন পরিচালক।