সাগরে অদৃশ্য হয়ে আবার জেগে ওঠে আশ্চর্য শিবমন্দির
শুধুমাত্র ভক্তির জন্যই যে কোনও ধর্মস্থানে যেতে হবে ব্যাপারটা ঠিক তেমন নয়। অনেক সময় সেই ধর্মস্থানের পিছনে লুকিয়ে থাকে অন্য কোনও ইতিহাস। গুজরাতের স্তম্ভেশ্বর শিব মন্দির তেমনই একটি মন্দির। প্রতিদিন জোয়ারের জলে ডুবে যায় এই মন্দির। আবার ভাটার সময় জেগে ওঠে।
যে কারণে এই মন্দির ভারতের নিখোঁজ শিব মন্দির হিসেবে পরিচিত। এই প্রাচীন শিব মন্দিরটি গুজরাতের কাভি কাম্বোই শহরে অবস্থিত। আরব সাগরের তীরে এবং গুজরাতের কাম্বো উপসাগরের মাঝে অবস্থিত। জোয়ারের জলে ডুবে যাওয়ার পর আবার যখন ভাটার টানে বেরিয়ে আসে তখন তার প্রবেশদ্বার উন্মুক্ত হয় দর্শনের জন্য।
কথিত আছে স্বয়ং শিব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পুরাণ অনুযায়ী, ভগবান কার্তিকেয় (শিবের পুত্র) তারাকাসুর অসুরকে বধ করার পরে নিজে অপরাধবোধে ভুগছিলেন। সুতরাং, ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, অসুরকে হত্যা করা ভুল নয় কারণ সে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে জীবনযাপন করেছিল।
ভগবান বিষ্ণু তাঁকে শিব লিঙ্গ স্থাপন ও ক্ষমা প্রার্থনার পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকেই স্তম্ভেশ্বর মন্দির প্রতিষ্ঠা। গুজরাত গেলে মহাদেবের এই মন্দির অবশ্যই দর্শন করবেন।