বিনোদন বিভাগে ফিরে যান

সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বল্প দৈর্ঘ্যের ছবি লক্ষ্মীরতন শুক্লর 

May 3, 2020 | < 1 min read

করোনার জেরে এই লকডাউনকে সমর্থন জানিয়ে ক্রিকেটারদের সঙ্গে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরী করার উদ্যোগ নিলেন লক্ষ্মীরতন শুক্ল। আর এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে প্রাক্তন বাংলা অধিনায়কের লেখা চিত্রনাট্যে অভিনয় করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সৌরাশিস লাহিড়ী, বাংলা ব্যান্ড ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায় ও লক্ষ্মীরতন নিজে।

এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নামও রাখা হয়েছে ‘ডাল, ভাত, চোখা’। প্রাক্তন বাংলা অধিনায়কের বার্তা, “বাজার করতে যাওয়ার অজুহাতে যেন আমরা বারবার বাইরে না বেরোই। বাড়িতে থেকে ভাত, ডাল, আলুসেদ্ধ খেয়েই কয়েক দিন থাকার চেষ্টা করি।”

সম্বরণ বন্দ্যোপাধ্যায় বললেন, “লক্ষ্মীর উদ্যোগে খুব ভালো অভিজ্ঞতা হল। এই লকডাউনকে অনেকেই গ্রীষ্মের ছুটি হিসেবে দেখছে। নিয়মিত বাজার গিয়ে মাছ, মাংস কিনে আনছে। ঘুরতে বেরোচ্ছে। তাঁদের সচেতন করার জন্য এই উদ্যোগ।’’

এই শর্ট ফিল্মে দেখানো হয়েছে, লকডাউনের মধ্যেই প্রত্যেক দিন বাজারে যাওয়ার নামে গল্প করতে বেরোতেন লক্ষ্মী, অনুষ্টুপ, সুরজিৎ, সৌরাশিসরা। কিন্তু তাঁরা জানতে পারেন, এক বন্ধুর জ্বর হয়েছে। করোনার আতঙ্ক তৈরী হয় তাঁদের মধ্যেও। তখন সম্বরণ বন্দ্যোপাধ্যায় তাঁদের অভিভাবক হয়ে শাসন করেন৷ বলেন বাড়ির বাইরে না বেরোতে। খুব সাধারণ ভাবে ঘরে ডাল ভাত খেয়ে থাকতে৷ এই অসময়ে মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Short film, #corona awarness, #Laxmiratan Shukla

আরো দেখুন