← জীবনশৈলী বিভাগে ফিরে যান
প্রেমে ধাক্কা এড়াতে যে ধরনের মানুষদের সঙ্গে কখনোই ডেটিং নয়
প্রেমের ক্ষেত্রে প্রথমে সবই খুব ভালো লাগে। ক্যান্ডেললাইট ডিনার, আকর্ষক উপহার, বেড়াতে যাওয়া, হাসি-মজা সবই খুব সুন্দর। কিন্তু যত সুন্দর সম্পর্ক হোক না কেন, সময়ের সঙ্গে তাতে মরচে ধরবেই। ভেঙে গেলে যন্ত্রণা বা মানসিক অবসাদ আবার এই আনন্দের বহুগুণ বেশী হয়।
তাই, সেই অবসাদ থেকে বাঁচতে কোন ধরনের মানুষদের সঙ্গে কখনোই প্রেম করা ঠিক নয়ঃ
- যে ব্যক্তি এখনও তাঁর পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি, তাঁর সঙ্গে কখনোই প্রেম করবেন না। কারণ ইনি আপনাকে সব সময় আগের জনের সঙ্গে তুলনা করবেন। এর ফলে কষ্ট পাবেন আপনি।
- অস্বচ্ছ মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না ভুলেও। এই ধরনের মানুষেরা মুখে এক এর ভেতর আর এক রকমের হন। যে ধরনের মানুষ ভেবে আপনার তাঁকে ভালো লেগেছে, পরে দেখবেন যে তিনি একেবারেই সেরকম নন।
- যারা সারাদিন বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের কাজ কিছু করেন না, এমন মানুষের সঙ্গে জীবন জড়ালে কষ্ট ছাড়া আর কিছু পাবেন না।
- নিজেকে নিয়েই ব্যস্ত এমন মানুষের সঙ্গে প্রেম না করাই ভালো। স্বার্থপর মানুষ নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। এমনকি আপনাকেও দরকারে ব্যবহার করতে পারে।
- নিজের ভুল যারা স্বীকার করতে জানে না, তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক এড়িয়ে যাওয়াই ভালো। সব সময়ে নিজের ভুল যারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, তাঁরা মানুষ হিসেবে খুব একটা ভালো হন না।
- আপনার জন্য যার সময়ই নেই, তার সঙ্গে কী করে প্রেম করবেন আপনি? সিনেমা দেখতে গিয়ে আপনাকে যদি সব সময় অপেক্ষা করতে হয়, বা আপনাকে সময় দিয়ে যদি তিনি আসতে ভুলেই যান, তাহলে এই মানুষকেও আপনার ভুলে যাওয়া ভালো।