দেশ বিভাগে ফিরে যান

একদিনে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যায় রেকর্ড ভারতের, উদ্বেগ

May 4, 2020 | < 1 min read

দ্বিতীয় দফার লকডাউন শেষ। টানা ৬ সপ্তাহ পর কিছু ছাড়ও দিয়েছে সরকার। মানুষ একটু স্বস্তির কথা ভাবতে শুরু করেছিল সবে। কিন্তু রবিবার মোটেই আশ্বস্ত হতে দিল না। একদিনে আক্রান্ত-মৃতের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হল। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রামিত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। মোট সংখ্যাটা ৪০ হাজার ২৬৩। গতকাল থেকে এদিনের মধ্যে ৮৩ জন মারা গিয়েছেন। মোট মৃতের সংখ্য়া ১ হাজার ৩০৬। 

একদিনে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যায় রেকর্ড ভারতের, উদ্বেগ

গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফার লকডাউন শুরুর সময় আক্রান্ত-মৃতের সংখ্যা ছিল ১০ হাজার ৮১৫ ও ৩৫৩। গত ১৯ দিনে তা বেড়েছে প্রায় চারগুণ। গত মাসের হিসেব দেখলে আতঙ্ক বাড়তে বাধ্য। ঠিক একমাস আগে, গত ৩ এপ্রিল দেশে ২ হাজার ৫৪৭ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। প্রায় ২০ গুণ কম। 

যদিও স্বাস্থ্যমন্ত্রকের দাবি, টেস্টের সংখ্যা বাড়ায় এত আক্রান্ত ধরা পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন তো সাফ বলছেন, সারা বিশ্বের মধ্যে ভারতেই করোনায় মৃত্যুহার সবচেয়ে কম। আক্রান্ত দ্বিগুণ হওয়ার দিনের সংখ্যাও বাড়ছে। আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এই অঙ্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বিশেষজ্ঞদের একটা বড় অংশই। একে পড়ুয়া, পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরায় ছাড় মিলেছে। নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধিতে প্রায় প্রতিদিন নয়া নজির তৈরি হচ্ছে। 

এদিকে, এই অবস্থার মধ্যেই দেশের একাধিক রাজ্যে স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দু’জনের প্রতিনিধি দল আসছে বলে মন্ত্রক সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronaOutbreak, #India

আরো দেখুন