কিভাবে করবেন অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশে ক্লিয়ার?
অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিশ্চয়ই ব্যবহার করেন। তবে জানেন কি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজের জায়গা দখল করে রাখে ক্যাশে ফাইলস। আপনি যত বেশী অ্যাপ ব্যবহার করেন, তত বেশী স্টোর হতে থাকে তার তথ্য। টেমপোরারি ফাইলসের মাধ্যমে এই তথ্য স্টোর করে অ্যাপগুলি। আর অ্য়ান্ড্রয়েড ফোনের এই টেমপোরারি ফাইলসকেই ক্যাশে বলে।
আপনি যখন কোনও অ্যাপ দ্বিতীয়বার ব্যবহার করবেন, আপনার আগের অভিজ্ঞতার ভিত্তিতে ইউজার তথ্য জোগাড় করবে অ্যাপটি। আর সেই তথ্য মিলবে ক্যাশে ফাইলস থেকেই। মনে রাখবেন, কোনও অ্যাপ শুধু সংশ্লিষ্ট টেমপোরারি ফাইলস অ্যাকসেস করতে পারে, অন্য অ্যাপের ফাইলস নয়। পাঠকদের জন্য রইল অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশে ক্লিয়ার করার টোটকা।
ক্যাশে ক্লিয়ার করলে লাভ?
- ক্যাশে ফাইলসের কিন্তু নিজস্ব গুরুত্ব রয়েছে। তাই সব সময় ক্যাশে ক্লিয়ার করার প্রয়োজন নেই। তবে মাঝেমধ্যে তা করা উচিত। কেন ক্যাশে ক্লিয়ার করবেন?
- ক্যাশে ক্লিয়ার করলে ফোনের স্পেস সাময়িক সময়ের জন্য বাড়ে।
- পুরোনো ক্যাশে ফাইল খারাপ হয়ে থাকতে পারে। এর জেরে অ্যাপে সমস্যা দেখা দিতে পারে।
- কোনও অ্যাপ যদি আপডেটে সমস্যা দেখা দেয়। তবে ক্যাশে ক্লিয়ার করলে তা আপডেট নিতে বাধ্য।
নিয়মিত ক্যাশে ক্লিয়ার করা উচিত?
ক্যাশে ক্লিয়ারের নিয়ম জানা থাকলে নিয়ম করে তা পরিষ্কারের কথা মনে হতেই পারে। তবে নিয়মিত ক্যাশে ক্লিয়ার মোটেই উচিত নয়। ইতোমধ্যেই ব্যবহার হয় না, এমন ক্যাশে ফাইল ডিলিট করার পদ্ধতি আছে অ্যান্ড্রয়েডে।
কোন কোন ক্ষেত্রে ক্যাশে ক্লিয়ার করা উচিত?
- যখন অ্যাপের ক্যাশে ফাইল কোরাপ্ট হয়েছে, যার ফলে অ্যাপে অবাঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যায়।
- ব্যক্তিগত তথ্য রয়েছে, এমন অ্যাপের ক্য়াশে ডিলিট করা উচিত।
- স্টোরেজ সমস্যা থাকলে, অবশ্যই ডিলিট করুন।
কিভাবে ডিলিট করবেন ক্যাশে?
- স্মার্টফোনের সেটিংসে যান।
- সেখান থেকে অ্যাপ সেটিংসে যান।
- এমন অ্যাপ বেছে নিন, যার ক্যাশে ফাইলের সাইজ বেশী।
- অ্যাপের ইনফো পেজে গিয়ে ক্লিয়ার ক্যাশে’তে ক্লিক করুন।
ক্যাশে ক্লিয়ার হওয়ার পর কি হয়?
আপনার অ্যাপ থেকে ক্যাশে ক্লিয়ার করার পর অ্যাপের পারফরম্যান্স আগের তুলনায় ভালো হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফের ক্যাশে ফিরে আসবে। মনে রাখবেন, ক্যাশে ক্লিয়ার করলে আপনাকে দ্বিতীয়বার অ্যাপে লগ ইন করতে হবে না বা অ্যাপে আপনি কতটা এগিয়েছেন, বা ব্যবহার করেছেন, তা প্রভাবিত হবে না।
ক্যাশে ক্লিয়ার অ্যাপস?
প্লে স্টোরে এমন অনেক অ্যাপের সন্ধান মিলবে, যেখানে ক্যাশে ক্লিয়ারের দাবী করা হয়েছে। তবে ওই অ্য়াপগুলি অনেক সময়ই এমন দাবি করে থাকে, যা কার্যত সম্ভব নয়-
- ক্যাশে ক্লিয়ারের মাধ্যমে স্মার্টফোনের স্পিড-বৃদ্ধির দাবি করে থাকে অ্যাপগুলি। যা ভুয়ো।
- ওই অ্যাপগুলিতে আলাদা বিজ্ঞাপন চলে।
- নিজস্ব স্টোরেজ স্পেস নেয় ওই অ্যাপগুলি।