রেশন দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী অবস্থানে বিজেপি
রেশন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য বিজেপি। মঙ্গলবার গোটা রাজ্যে প্রতীকী ধরনায় বসেন বিজেপির নেতা-কর্মীরা।
রাজ্যজুড়ে স্বচ্ছ রেশন ব্যবস্থা চালু করা, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা, বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো বন্ধ করা, বিদ্যুতের বিল মুকুব করার মতো দাবি জানিয়ে নীরব প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতারা।
পুরাতন মালদা বিডিও অফিসের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মূর্মূ। বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, নীলাঞ্জন রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
গঙ্গারামপুর ব্লক অফিসের সামনে প্রতীকী ধরনায় বসেন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটি। কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ার এসডিও অফিসের সামনে প্রতীকী অবস্থানে বসেন বিজেপি নেতৃত্বরা।
মাদারিহাট বীরপাড়া ব্লক অফিসের সামনেও প্রতীকী অবস্থানে বসেন বিধায়ক মনোজ তিগ্গা, জেলা সহ সভাপতি রামবিলাস গোয়েল সহ তিনটি মন্ডলের সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব।