← জীবনশৈলী বিভাগে ফিরে যান
কিভাবে পরিস্কার রাখবেন আপনার বাড়ি
লকডাউনে সবাইকে নিজের বাড়ির কাজ নিজেকেই করতে হচ্ছে। নাজেহাল হয়ে রয়েছেন বাড়ির গিন্নিরা। তার মধ্যে বাড়ি পরিস্কার রাখা সব থেকে ঝক্কির কাজ। কিন্তু নিয়ম মেনে ঘর পরিস্কার করলে খুব সহজেই পরিস্কার হতে পারে আপনার বাড়ি। দেখে নিন কিভাবে।
- একটি নির্দিষ্ট দিক থেকে অপর দিকে ধুলো ঝাড়তে ঝাড়তে যান। যাতে কিছু বাদ না যায়। বিক্ষিপ্ত মনে এই কাজ করবেন না। প্রয়োজনে গান শুনতে শুনতে করুন। বিশেষজ্ঞরা বলেন তাতে এই কাজ ভালো হয়।
- ঘরে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ধুলো ঝাড়ুন। তাতে বাদ পড়বে না কোন অংশই। ধুলো ঝাড়ার পর ভেজা কাপড় দিয়ে আসবাব মুছে নিন। আসবাবের নীচে, কোনে, আড়ালে প্রচুর ধুলো জমে থাকুন। সেগুলোও পরিস্কার করুন।
- ঝাড়ার পর ডাস্টার নিয়ে গিয়ে বাইরে ধুলো ঝেড়ে ফেলুন। তারপর সেটি কেঁচে ফেলুন।
- যেসব জায়গায় আপনি পৌঁছতে পারবেন না, সেখানে পৌঁছতে পারে হ্যান্ডেলওয়ালা সিন্থেটিক ডাস্টার। তা দিয়ে ঝেড়ে ফেলুন লুকিয়ে থাকা ধুলো।
- কাপড় রয়েছে এমন ফার্নিচার পরিষ্কার করার সময় ভ্যাক্যুম ক্লিনার ব্যবহার করুন।
- বিছানার ম্যাট্রেসে বাসা বাঁধতে পারে প্রায় এক কোটি ডাস্ট মাইটস। কভার সরিয়ে শক্ত ঝাঁটা দিয়ে ধুলো ঝাড়ুন।
- যেখানে টাইলস আছে তা ভেজা স্পঞ্জ দিয়ে পরিস্কার করুন।
- মেঝেতে কার্পেট থাকলে তা ভ্যাক্যুম ক্লিনার দিয়ে পরিস্কার করুন। আর মার্বেল বা টাইলস থাকলে তা পরিস্কার করুন মপ দিয়ে। আর ব্যবহার করুন অ্যান্টিসেপ্টিক লিক্যুইড।
নিয়ম মেনে পরিস্কার করলে সবসময় ঝকঝকে তকতকে থাকবে আপনার বাড়ি।