টিকিয়াপাড়ায় মূল চক্রী বিজেপি নেতার ভাই
লকডাউনের মধ্যেই হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলা নিয়ে শোরগোল পড়েছিল গোটা দেশে। বিরোধীরা প্রশাসনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এই ঘটনার তীব্র নিন্দা করেন। এই ঘটনার পরেই জোরকদমে অপরাধীদের পাকড়াও করতে নেমে পড়ে প্রশাসন। এই ঘটনায় ১৪জনকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। ঐ ঘটনার মূল চক্রী হিসেবে নাম উঠে এসেছে হাওড়া জেলার বিজেপি সংখ্যালঘু সেলের নেতার ছোট ভাইয়ের।
ট্যুইটারে সেদিনের ঘটনার একটি ভিডিও প্রকাশ করে হাওড়া সিটি পুলিশ। সেই ভিডিওতে নেতার ভাইকে উস্কানি দিতে পরিষ্কার দেখা যাচ্ছে। গ্রেপ্তার করা ১৪জনের মধ্যে রয়েছেন ঐ ব্যক্তিও। ভিডিওটি সামনে আসার পরেই বিজেপি বেশ চাপের মুখে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র এবং তাতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার মতো গুরুতর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, দোষীদের তাদের দোষের ভিত্তিতেই যেন বিচার করা হয়। তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেছেন, দোষীদের বিরূদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিরোধীদের এই সময় রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন তিনি।