বিবিধ বিভাগে ফিরে যান

ত্রাণ তহবিলে সঞ্চয় দান করে আর খাবার জুটছে না ভিক্ষুকদের 

May 7, 2020 | < 1 min read

যাদের নুন আনতে পান্তা ফুরোয়,তাঁরাও এগিয়ে এসেছিলেন সাহায্যের হাত নিয়ে। করোনায় বিপর্যস্ত মাতৃভূমির কাজে লাগতে চেয়েছিলেন তাঁরা। নিজেদের জমানো স্বল্প সঞ্চয়টুকুও দিয়ে দিয়েছিলেন মুখমন্ত্রীর ত্রাণ তহবিলে। কিন্তু সেই শেষ সম্বলটুকুও চলে যাওয়ায় আর খাবার জুটছে না ওঁদের।

ত্রাণ তহবিলে সঞ্চয় দান করে আর খাবার জুটছে না ভিক্ষুকদের

মায়ের ইচ্ছা কালী মন্দিরের সামনে প্রায় ২৫ জন ভিক্ষুক বসেন। এই জটিল পরিস্থিতে এরা এক স্বেচ্ছাসেবী সংগঠন মারফৎ নিজেদের জমানো সর্বস্ব ত্রাণ তহবিলে দান করেন। অঙ্কটা বিশাল কিছু না হলেও এটাই ছিল তাঁদের সরবস্ব। সাধুবাদও পেয়েছিলেন শিলিগুড়ি শহরবাসীর থেকে। 

কিন্তু ফিরেও তাকাচ্ছে না এখন আর কেউ। ফলে কার্যত না খেয়েই দিন কাটছে এদের। মন্দিরের ভোগবিলিও বন্ধ থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। কোন বেলায় খাবার জুটলে তাও পেট ভরে খেতে পারেন না। পরের বেলার জন্যে জমিয়ে রাখতে হয়। ভিক্ষার ঝুলিও ফাঁকা। ক্ষিদের জ্বালায় চোখে অন্ধকার দেখছেন এই অসহায় মানুষগুলো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #Beggars, #Food

আরো দেখুন