উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

লকডাউন – মন খারাপের শহরে বাউলের সুর 

May 7, 2020 | < 1 min read

এই মন খারাপের লকডাউনের মধ্যেই ভেসে আসছে মন কেমন করা বাউল, শ্যামা সঙ্গীতের সুর। অজান্তেই শহরবাসীর মুখে ফুটছে স্বস্তির রেখা। শিলিগুড়ি শহরের রাস্তায় ঘুরে ঘুরে এভাবেই আনন্দ ছড়াচ্ছেন পরিমল ঘোষ।

পরিমল ঘোষের বাড়ি বীরভূমের কীর্ণাহারের মাস্টারপাড়ায়। লকডাউনে ট্রেন চলচল বন্ধ হওয়ায় আর বাড়ি ফেরা হয়নি তার। তাই গানের বই ভরা ব্যাগটা আর দোতারা নিয়ে বেরিয়ে পড়েছেন শহরের রাস্তায়।

লকডাউন – মন খারাপের শহরে বাউলের সুর

সংসারে রয়েছেন মা, বৌদি আর মানষিক ভারসাম্যহীন এক ভাই। ছোট থেকেই ছিলেন গানের প্রতি অনুরাগী। কিন্তু পেটের জ্বালায় সংসারের দায়ভার তাকেই নিতে হয়। কখনো জমিতে কাজ বা কখনো ব্যবসা করে সংসার চালিয়েছেন। বীরভূমের বাউলের সুরে মজে বছর দুয়েক আগেই হয়ে ওঠেন সঙ্গীত উপাসক।

তারপর শুরু হয় নতুন যাত্রা। ট্রেনে ঘুরে ঘুরে গান গেয়ে সংসার চালানো শুরু করেন। রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত গান শুনিয়ে বেড়ান। এবার পরিবার থেকে দূরে থাকা বড্ড বেশী হয়ে গেল। গান গেয়ে টাকা তুলে গাছতলা, মন্দির, মসজিদে রাত কাটান। কিছু দিন পর পর সেই টাকা মায়ের হাতে তুলে দিতে বাড়ি যান। অসুস্থ মায়ের এবারের অপেক্ষাটা অনেক লম্বা হয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#baul, #Lockdown

আরো দেখুন