কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে সম্পূর্ণ কোভিড হাসপাতাল: মমতা

May 7, 2020 | < 1 min read

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে সম্পূর্ণ কোভিড হাসপাতাল৷ আগামীকাল থেকেই পূর্ণসময়ের জন্য চালু হবে এই হাসপাতাল৷ এই নিয়ে রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা দাঁড়াল ৬৮৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এই বিষয়ে বুধবার টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , “রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান। তাই দ্রুত পরীক্ষা ও চিকিৎসার জন্য আমরা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি৷ যা ৭ মে থেকে কাজ শুরু করবে।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কলকাতার মেডিকেল কলেজে প্রাথমিকভাবে ৫০০ বেড নিয়ে শুরু হবে৷ পরে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী বেড বাড়ানো হবে। রাজ্যে এটা নিয়ে মোট ৬৮টি করোনা হাসপাতাল তৈরি হল৷ উল্লেখ্য,কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরও ৭ জনের শরীরে করোনার সংক্রমণ ছড়িয়েছে বলে খবর৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক সময় ছিল ২১৷

এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের ২ জন চতুর্থ শ্রেণীর কর্মী ও মেডিসিন বিভাগের ৪ জন আয়া৷ এর আগে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মোট ২১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা৷ যাদের মধ্যে ৯ জন চিকিৎসক, ৪ জন নার্স, PWD বিভাগের ২ জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কর্মী ও ৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন৷

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ মিলেছিল দু’জন করোনা আক্রান্তের৷ তাদের মধ্যে একজন প্রসূতি অন্যজন কলকাতা মেডিক্যালেরই এক স্বাস্থ্যকর্মী ছিল৷ সূর্য সেন স্ট্রিটের বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ রোগীকে প্রথমে জরুরি বিভাগের পর ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রোগীর চিকিৎসা চলে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Kolkata Medical College

আরো দেখুন