ত্রাণ বিলিতে বিজেপির নতুন কৌশল
রাজনৈতিক কারনে ত্রাণ বিলিতে বাধা দেওয়া হচ্ছে এরকম অভিযোগ বারবারই করে আসছে রাজ্য বিজেপি। তাই এবার ত্রাণ বিলির নতুন কৌশল হিসেবে সমাজসেবী সংস্থার মাধ্যমে রাজ্যবাসীর কাছে ত্রান পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে তারা।
দলের বিভিন্ন সাংসদরা বারবারই ত্রাণ বিলির সময় পুলিশের কাছ থেকে বাধা প্রাপ্ত হয়েছেন। এই নিয়ে বিক্ষোভ দেখিয়েও আখেরে কোনও লাভ হয়নি। ত্রাণ দিতে গিয়ে বহুবার বাধার সম্মুখীন হতে হয়েছে সুকান্ত মজুমদার, সব্যসাচী দত্ত, নিশীথ প্রামানিকের মতো বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের।
সেই কারনেই বিজেপির সর্বভারতীয় সংগঠন সম্পাদক শিবপ্রকাশ এক নতুন কৌশলে ত্রাণ বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণ বিলি করবে বিজেপি। রাজ্যের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর দলের রাজ্য দপ্তর থেকে। এছাড়াও বিজেপি নেতাদের সামনে রেখে অরাজনৈতিক ব্যানারে ত্রাণ বিলির কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।