নিয়োগপত্র পেয়েও চাকরি পেলেন না শিবপুরের ছাত্ররা
করোনা পরিস্থিতিতে চাকরির বাজারে ধাক্কা খেলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠান শিবপুর আইআইইএসটি’র ছাত্রছাত্রীরা। একটি অ্যাপ-ক্যাব সংস্থা বিজনেস অ্যানালিস্ট পদে তিন ছাত্রছাত্রীকে কয়েক মাস আগে নিয়োগপত্র পাঠিয়েছিল। বুধবার তা প্রত্যাহার করে নিয়েছে তারা।
এর আগে একই ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি মার্কিন সংস্থা ১২ জন পড়ুয়ার অফার লেটার প্রত্যাহার করেছিল। আশঙ্কায় ছিলেন অন্য প্রতিষ্ঠানগুলির পড়ুয়ারাও। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সে আশঙ্কাই সত্যি হল আইআইইএসটি’তে।
আইআইইএসটি সূত্রের খবর, ওই তিন পড়ুয়াকে বার্ষিক ১৬ থেকে ১৮ লক্ষ টাকার বেতনের চাকরি দিয়েছিল নামী ওই অ্যাপ-ক্যাব সংস্থা। চাকরিতে যোগ না দিলেও ৬ সপ্তাহের যা বেতন হয় তা ক্ষতিপূরণ বাবদ দিতেও রাজি সংস্থাটি। যা টাকার অঙ্কে ৯২ হাজারের আশেপাশে। অবশ্য সে জন্য সংস্থার পাঠানো রিলিজ লেটারে পড়ুয়াদের বিনা শর্তে সই করতে হবে। তা হলে ২১ দিনের মধ্যে ওই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা-ত্রাসে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা ও চাকরি হারানোর আশঙ্কারই প্রতিফলন ঘটছে আইআইইএসটি ও যাদবপুরে।