করোনা মোকাবিলা: ডেয়ারি মিল্কের কভারে ‘ধন্যবাদ’
করোনা মোকাবিলায় দেশের মানুষের সহিষ্ণুতা ও লড়াইকে কুর্ণিশ জানাতে অভিনব উদ্যোগ নিল মন্ডেলেজ ইন্ডিয়া। শীঘ্রই বাজারে আসতে চলেছে সীমিত সংখ্যক ক্যাডবেরি ডেয়ারি মিল্ক বার যার কভারে পারম্পরিক লোগোর পরিবর্তে থাকবে বিভিন্ন ভাষায় ‘থ্যাঙ্ক ইউ’ লেখা।
৭০ বছর আগে লঞ্চ হওয়া এই ক্যাডবেরি এই প্রথম তাদের কভার বদলালো। এই অস্থির সময়ে যে সকল মানুষ লড়াই করছেন করোনার বিরুদ্ধে তাদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।
অসংগঠিত ক্ষেত্রের দিনমজুরদের স্বাস্থ্য বীমায় এই সীমিত সংখ্যক ক্যাডবেরি বিক্রির টাকার একটি অংশ তুলে দেওয়া হবে। তাদের সঙ্গে হাত মিলিয়েছে নির্মাণ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এই বিশেষ ক্যাডবেরিটি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় ছাপা হবে। যেমন ইংরিজি, হিন্দী, মারাঠি, গুজরাটি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালি। ৫০ গ্রামের এই বিশেষ প্যাকের দাম হবে ৪০ টাকা।