রাজ্য বিভাগে ফিরে যান

রেশন নিয়ে মাতব্বরি মানবেন না মমতা

May 9, 2020 | < 1 min read

সরকারি রেশন বণ্টনে কোনও রাজনৈতিক দল বা নেতার ‘মাতব্বরি’ বরদাস্ত করবে না তাঁর সরকার। নবান্নের সাংবাদিক বৈঠকের পর এ বার দলীয় বৈঠকেও এই ‘কঠোর’ বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে ভিডিয়ো-বৈঠক করেন তিনি। সেখানে তিনি দলকে নির্দেশ দিয়েছেন, বিজেপির ‘অপপ্রচার’ ঠেকাতে তাঁদের আরও সক্রিয় হতে হবে।

লকডাউন পর্বে রাজ্যের নানা জায়গায় সরকারি রেশন ব্যবস্থায় শাসকদল নাক গলাচ্ছে বলে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিজেপি-সহ বিরোধীরা টানা অভিযোগ করে আসছে। চলতি কেন্দ্র-রাজ্য সংঘাতে রেশনও ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

এই অবস্থায় ভিডিয়ো বৈঠকে দলকে মমতার এই বার্তা যথেষ্ট সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, বৈঠকে মমতা বলেছেন, রাজ্যে কোথাও কোনও মানুষ যাতে অভুক্ত না-থাকে, সেটাই তাঁর সরকারের মূল লক্ষ্য। দলকেও নজর রাখতে হবে। তবে কেউ ব্যক্তিগত ভাবে ত্রাণ দিতে চাইলে ত্রাণ-সামগ্রী নিজের পয়সায় নিজেকেই জোগাড় করতে হবে।

বিজেপির ‘অপপ্রচারের’ বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে বলেও নেতাদের নির্দেশ দিয়েছেন দলনেত্রী। একাধিক সূত্রের দাবি, মমতা এদিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন, কেন্দ্রের দেওয়া চালের গুণগত মানের থেকে রাজ্যের চাল ঢের ভালো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rations, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন