করোনাকে সঙ্গে নিয়ে ঘর করতে হবে, জানাল কেন্দ্র
প্রকোপ কমার কোনও লক্ষণ নেই, উল্টে সারা দেশে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও৷ এর জেরেই সারা দেশে ১২ দিনের পরিবর্তে এখন ১০ দিনে দ্বিগুণ হচ্ছে রোগীর সংখ্যা৷ এই পরিস্থিতিতে করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই বেঁচে থাকা শিখতে হবে ভারতবাসীকে, জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক৷
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে করোনার সুস্থ হওয়ার হার ২৯.৩৬ শতাংশ৷ লবের কথায়, ‘এর অর্থ, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রতি তিন জন করোনা রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে উঠছেন৷’ তাঁর তুলে ধরা পরিসংখ্যান থেকেই বেরিয়ে আসছে উদ্বেগজনক তথ্য, তা হল মোট করোনা রোগীর দুই তৃতীয়াংশ এখনও সুস্থতার পরিসংখ্যানের বাইরে৷
এখনও পর্যন্ত দেশে মৃত্যুর হার ৩.৩৪ শতাংশ৷ সপ্তাহ খানেক আগেই এই মৃত্যুর হার ছিল ৩.১ শতাংশ৷ গত কয়েক দিনে দেশের বিভিন্ন রাজ্যে করোনায় মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে গোটা দেশের মৃত্যুহার৷
দেশের বহু বিশিষ্ট চিকিৎসক মনে করছেন জুন ও জুলাই মাসে দেশে শিখরে পৌঁছবে করোনা সংক্রমণ৷ ইতিমধ্যেই, করোনা রোগীদের চিকিৎসার জন্য ‘কনভালেসেন্ট প্লাজমা’ ব্যবহার কতখানি কার্যকরী তা পরীক্ষা করার জন্য ২১টি হাসপাতালে ট্রায়াল শুরু করছে আইসিএমআর৷