দেশ বিভাগে ফিরে যান

আতঙ্কেই দিন কাটছে পরিযায়ী শ্রমিক পরিবারদের

May 10, 2020 | < 1 min read

লকডাউন শুরু হতেই দেশের নানা প্রান্তরে আটকে পড়েছেন রাজ্যের বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকরা। স্বাভাবিক ভাবে আতঙ্কের মাঝে সংসারের একমাত্র রোজগেরে মানুষটি দূরে থাকায় অনটন, অনিশ্চয়তা-ভয়ে দিন কাটছে গ্রামের বাড়িতে থাকা পরিবারের বাকি সদস্যদের। 

পানিশালার গ্রামের রোশনা খাতুন বলেন, লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে রয়েছে পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি। এদিকে নিজেরা আর্থিক সমস্যার মধ্যে থাকলেও তাঁদের খাবারের জন্য টাকা পাঠাতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েত থেকে দু একদিন চাল ও আলু দিলেও এখন আর কিছুই পাচ্ছি না। 

আতঙ্কেই দিন কাটছে পরিযায়ী শ্রমিক পরিবারদের

সেরেজা খাতুন বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় কেউই বাড়িতে ফিরতে পারছেন না। সরকার ফেরানোর ব্যবস্তা করবে কিনা সেটাও বুঝে উঠতে পারছেন না। পানিশালা গ্রামের বাসিন্দা শিক্ষক খলিল উদ্দিন সরকার বলেন,পাঞ্জাব,দিল্লী, হরিয়ানা থেকে প্রতিদিন ফোন আসছে। গ্রামের বহু মানুষ সেকানে আটকে রয়েছে। তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু করতে পারছি না। 

শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকুমার বর্মন বলেন, ভিন রাজ্যের আটকে পড়াদের ঘরে ফেরানোর চেষ্টা চলছে। রাজ্য সরকার প্রতিটি পরিবারকে নিয়মিত র‍্যাশন দিচ্ছে। কিন্তু এলাকার কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের ভূমিকায় খুশি নয়। তাঁদের অভিযোগ, এলাকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পঞ্চায়েত কোনও চেষ্টা করছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #labourers

আরো দেখুন