বিবিধ বিভাগে ফিরে যান

বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য ইজরায়েলের, তেল আভিভের রাস্তা রবি ঠাকুরের নামে

May 11, 2020 | < 1 min read

 ১৫৯তম জন্মবার্ষিকীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাল ইজরায়েল সরকার। সেদেশের তেল আভিভের একটি রাস্তার নামকরণ করা হয়েছে রবি ঠাকুরের নামে। ইজরায়েলের সরকারি টুইটার হ্যান্ডেলে বিষয়টি শেয়ার করা হয়েছে। সেখানে রাস্তার ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘জন্মজয়ন্তীতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সৃষ্টিকে সম্মান জানাই। তেল আভিভের রাস্তার নামকরণ কবির নামে করা হয়েছে।’

বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য ইজরায়েলের, তেল আভিভের রাস্তা রবি ঠাকুরের নামে

ইজরায়েল সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ’২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে স্মরণ করার জন্য ইজরায়েলকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও প্রশংসা করেছেন অনেকে।

উল্লেখ্য, এবছর রাজ্য সরকারের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান রবীন্দ্রসদনে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারনে এবছর তা বাতিল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দন কমপ্লেক্সের ভেতরে অবস্থিত রবীন্দ্র সদনে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rabindranath Tagore, #Israel

আরো দেখুন