বিনোদন বিভাগে ফিরে যান

বাড়ি বসেই দেখে নিন লকডাউনে তৈরী এই সিনেমাগুলি

May 11, 2020 | < 1 min read

লকডাউনে স্তব্ধ গোটা বিশ্ব। কিন্তু শিল্প কি থেমে থাকে? সে তার বিকশিত হওয়ার রাস্তা ঠিক খুঁজে নেয়। গোটা বিশ্বেই কলাকুশলীরা নিজেদের বাড়িতে বসেই আমাদের মনোরঞ্জন করেই চলেছেন। 

এই দৌড়ে পিছিয়ে নেই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তারাও নিজেদের মত করে ঠিক পৌঁছে যাচ্ছেন প্রিয় দর্শকদের ড্রয়িং রুমে। ঘরে বসেই তৈরী হচ্ছে শর্ট ফিল্ম।

বাড়ি বসেই দেখে নিন লকডাউনে তৈরী এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাগুলি:

গলদা চিংড়ি 

লকডাউনের সময় বাড়ি থেকে না বেরোনোর বার্তা দেয় দেবেশ চট্টোপাধ্যায়ের এই ছবিটি। অভিনয়ে অম্বরীশ ভট্টাচার্য।  

ঝড়াপাতা

কনীনিকা বন্দোপাধ্যায়ের তৈরী এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন কনীনিকা নিজেই।এক মেয়ের একাকিত্বের গল্প।

https://www.youtube.com/watch?v=WgEb6wBbN18

রূপকথা

উইন্ডোজ প্রোডাকশানের তৈরী এক অসাধারণ শর্ট ফিল্ম। নির্দেশনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। লকডাউনে বিচ্ছিন্ন হওয়া এক পরিবারের গল্প। অভিনয় করেছেন বিশ্বনাথ।

হিং

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নির্দেশনায় উইন্ডোজ প্রোডাকশানের তৈরী এই শর্ট ফিল্ম। দেখা যাবে স্বভাবগত ভাবে দুই মেরুর দুই বোনকে এবং তাদের মধ্যেকার সম্পর্ক। অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং মানালি।

শামুখ

অতনু হাজরার তৈরী এই সিনেমায় দেখা যাবে মা-মেয়ের সম্পর্কের রসায়ন এবং বাড়িতে থাকার অবসাদ। অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য।

ঝড় থেমে যাবে একদিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কনসেপ্টে তৈরী এই শর্ট ফিল্মে অভিনয় করেছে প্রায় গোটা টলিউড ইন্ডাস্ট্রি। রয়েছেন প্রসেনজিৎ, পরান বন্দোপাধ্যায়, পরম্ব্রত, আবির, রুক্মিণী, শুভশ্রী, মিমি, নুসরাত, কোয়েল, ঋতুপর্ণা প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Movies, #lock down

আরো দেখুন