বিবিধ বিভাগে ফিরে যান

বাঙালির উঠোনের একাল-সেকাল

May 12, 2020 | 2 min read

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘শিক্ষা ও সংস্কৃতিতে সংগীতের স্থান’ নিবন্ধে নিজের বাড়ির উঠোন নিয়ে কি মন্তব্য করেছেন? তিনি লিখেছেন, ‘বাল্যকালে আমাদের উঠোনে নল-দময়ন্তীর যাত্রা শুনেছি৷ উঠোন-জোড়া জাজিম ছিল পাতা৷ সেখানে যারা সমাগত তাদের অধিকাংশই অপরিচিত৷ এরা অনেকেই যে অকিঞ্চন টের পাওয়া যেত জুতো চুরির প্রাবল্যে৷’

মাত্র এই তিনটি লাইনেই ‘উঠোন’ ব্যাপারটা কী তার অনেকটাই স্পষ্ট৷ বেশ বোঝা যাচ্ছে এটা বাড়ির ভিতরে থাকা এমন একটা জায়গা যেখানে নানা রকম অ্যাকটিভিটি (এ-ক্ষেত্রে যাত্রা-পালা) সম্ভব, এবং যেখানে অপরিচিত মানুষেরাও এসে জড়ো হতে পারেন, যদিও এই ‘স্পেস’ বা জায়গাটা একেবারেই ব্যক্তিগত৷

ঐতিহাসিকেরা বলছেন, যে দিন থেকে মানুষ ঘর বানিয়ে বসবাস করতে শিখেছেন সেদিন থেকে রেসিডেন্সিয়াল আর্কিটেকচারের অবিচ্ছেদ্য অংশ হল উঠোন৷ চারপাশ দেওয়াল বা বাড়ি দিয়ে ঘেরা ব্যক্তিগত খোলা জায়গাটুকুই হল উঠোন৷ এমনকি মানুষ যখন গুহাবাসী ছিল, তখনও একাধিক গুহামুখের সামনের খোলা জায়গাটুকুই ছিল সেদিনকার উঠোন, যেখানে গোল হয়ে আগুন জ্বেলে বসে অপেক্ষা থাকত হিংস্র বন্য জন্তুরা৷ 

যত দিন গেছে উঠোন চেহারায় রয়ে গিয়েছে, এবং এর ব্যবহারেও বদল আসেনি এতটুকু৷ আজও গ্রামের বাড়ির উঠোনের ব্যবহার অতীত থেকে এতটুকু আলাদা নয়৷ রান্নাবান্না করা, ঘুমোনো, আড্ডা দেওয়া, কিছু শুকোতে দেওয়া, এমনকী গৃহপালিত পশুদের রাখার সব চেয়ে সেরা জায়গাও হয়ে উঠেছে এই উঠোনই৷

বাঙালির উঠোনের একাল-সেকাল

হালের স্থপতিরাও মানবজীবনে উঠোনের গুরুত্ব বুঝেই অ্যাপার্টমেন্ট ব্লকে এক ভিন্নতর উঠোন উপহার দিচ্ছেন৷ এখন যে কোনও অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বিক্রীর বিজ্ঞাপনে নজর দিলেও হালের আধুনিক উঠোনের উল্লেখ নজরে পড়বে৷ ফ্ল্যাট এলাকার চারপাশে সবুজে ঘেরা লন, সুইমিং পুল, বাচ্চাদের পার্ক, কমিউনিটি হল, জিম-এই সব কিছুই হল আধুনিক উঠোনের একটা চেহারা৷ 

এই উঠোন হল ‘শেয়ারড উঠোন’৷ অর্থাত্‍, এর মালিকানা অ্যাপার্টমেন্টের সব বাসিন্দাদের৷ তবে প্রত্নতাত্ত্বিকেরা বলছেন এই শেয়ারড কোর্টইয়ার্ড-এর ধারণাও নাকি নতুন নয়৷ দ্বাদশ শতাব্দীতে ইনকা-দের মধ্যেও নাকি এ ধরনের ‘শেয়ারড কোর্ট ইয়ার্ড’-এর ব্যবহার দেখা গিয়েছে৷

এই উঠোনই হল আপনার নিজের জগত্‍৷ আপন ঘরের বিশ্ব৷ কবি শামসুর রহমান-এর একটি লাইন, ‘বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ’৷ রোদ অফুরাণ ঝরে পড়ার জন্য নিকোনো উঠোনটা প্রয়োজন৷ তাই উঠোন যেমনই হোক, মাটির কিংবা কংক্রিটের, গ্রামের বাড়ির অথবা নগরের বহুতল আবাসনের- সেই উঠোনটি যেন নিকোনো থাকে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#backyard, #uthon

আরো দেখুন