রাজ্য বিভাগে ফিরে যান

কারচুপির অভিযোগে র‍্যাশন দোকানে তালা ঝোলাল প্রশাসন

May 12, 2020 | < 1 min read

র‍্যাশনে খাদ্যশস্য দেওয়া নিয়ে ফের কারচুপির অভিযোগ। ঘটনার তদন্ত করতে গিয়ে র‍্যাশন দোকানে তালা ঝুলিয়ে দিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। তাদের বক্তব্য খাদ্য শস্য দেওয়া নিয়ে কারচুপির প্রমান মেলার পরেই র‍্যাশন শপে তালা ঝোলান হয়েছে। তদন্তের পুর্নাঙ্গ রিপোর্ট জেলা শাসকের হাতে তারা তুলে দেবেন। এর পরে র‍্যাশন ডিলারের বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেবে খাদ্য দপ্তর।

কারচুপির অভিযোগে র‍্যাশন দোকানে তালা ঝোলাল প্রশাসন প্রতীকী চিত্র

সোমবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দন পুর বোয়ালমারি গ্রামপঞ্চায়েত এলাকার চৌরঙ্গী মোর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও র‍্যাশন ডিলার দিলীপ কুমার সোম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি কিছু পরিবারের কাছে এএওয়াই কার্ড সহ অন্যান্য একাধিক কার্ড রয়েছে। সেই কারনে চাল গম দেওয়ার ক্ষেত্রে কিছু গড় মিল হয়েছে। এদিকে জলপাইগুড়ি জেলা খাদ্য দপ্তরের আধিকারিক অমৃত ঘোষ জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরেই প্রশাসনের পক্ষ থেকে একজন আধিকারিক কে তদন্তে পাঠান হয়েছিলো।

তদন্ত রিপোর্ট দেখার পরেই র‍্যাশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলার বিভিন্ন জায়গা থেকে র‍্যাশনের কুপন, আবেদন করার পরেও ডিজিটাল র‍্যাশন কার্ড হাতে না পাওয়া সহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। ময়নাগুড়ি বিডিও অফিসে ডিজিটাল র‍্যাশন কার্ড সংক্রান্ত বিষয়ে খোঁজ করতে আসা মানুষদের সামাজিক দুরত্ব বজায় না রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ration distribution, #District Administration

আরো দেখুন