বিনোদন বিভাগে ফিরে যান

বাণী বসুর গল্পে হিন্দি ছবি

May 12, 2020 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাহিত্যিক বাণী বসুর কাহিনী অবলম্বনে এবার তৈরী হবে হিন্দি ছবি। কলকাতার একটি প্রকাশনা সংস্থা থেকে গত জানুয়ারি মাসে প্রকাশিত ‘মুম’-এর ইংরেজি অনুবাদ পড়ে মুগ্ধ হয়েছেন বলিউডের এক স্টুডিওর কর্তারা। তারপরই তাঁরা যোগাযোগ করেন ওই প্রকাশনা সংস্থার কর্ণধার এষা চট্টোপাধ্যায়ের সঙ্গে। সম্পাদিত হয় চুক্তি। 

‘মুম’ প্রসঙ্গে এষা বললেন, ‘অরুণাভ সিনহা বইটির ইংরেজি অনুবাদ করেছেন। গত জানুয়ারি মাসে আমরা আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করি। তারপর দিন কয়েক আগে মুম্বই থেকে সেই স্টুডিওর এক কর্ণধার আমাকে ফোন করেন। ইতিমধ্যেই লেখিকা ও সেই স্টুডিওর মধ্যে চুক্তিও হয়ে গিয়েছে।’ 

মুম্বই-এর ‘সেই’ স্টুডিওর নাম গোপন রেখেই তাঁর বক্তব্য, ‘চুক্তি অনুযায়ী সেই সংস্থার নাম এখনই জানানো যাবে না। কারণ এখন শুধুমাত্র গল্পটির স্বত্ব কেনা হয়েছে, পরিচালক বা অন্যান্য কিছুই ঠিক হয়নি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bani basu, #Hindi Movies, #Entertainment

আরো দেখুন