সাজের থেকে সুরক্ষা গুরুত্বপূর্ণ, বিশেষ করে দরজার
জাপানিতে ‘মন’ শব্দের অর্থ, প্রধান ফটক, ইংরেজিতে যাকে বলে ‘গেট’৷ আরও এক ধরনের প্রধান ফটকের দেখা পাওয়া যায় জাপানে৷ প্রবেশ পথের দু-দিকে চারটি বা আটটি খুঁটির ডগায় সমান্তরাল ভাবে দু-সারি খুঁটি বেঁধে তৈরী হয় এই এন্ট্রান্স বা প্রবেশ পথ৷ এটাকে বলা হয় ‘তোরি’৷
আমাদের বিষয় তোরণ নয়, বাড়ির প্রধান ফটক বা মূল দরজা৷ বাড়িতে ঢোকার প্রথম এবং প্রধান দরজা হলো এই মূল ফটক৷ এই ফটক পেরিয়েই বাড়িতে ঢুকতে হবে আপনাকে এবং আপনার অতিথিকে৷ অতএব, অতিথির চোখে আপনার ‘ফ্রন্ট গেট’-ই হলো আপনার বাড়ি সম্পর্কে ধারণা তৈরী হওয়ার প্রথম মাইল-ফলক৷
মূল-ফটকে লক্ষ্য করার মতো মাত্র দু’টিই ব্যাপার৷ এক, এই মেন-গেট কি দেখনদারিতে আপনার বাড়ির আর্কিটেকচারের সঙ্গে খাপ খাচ্ছে? অর্থাত্, এই মূল-দরজাই কি আপনার বাড়ির ‘মলাট’ হয়ে উঠতে পারছে? এবং দুই, কতোটা সুরক্ষিত করতে পারছে আপনার বাড়িকে এই মূল ফটক? দু’টো দিকই জরুরি৷
আপনার বাড়ির জন্য কোন ‘গেট’ উপযুক্ত
এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার বাড়ির চেহারা কী রকম তার উপর৷ এ-ছাড়াও জেনে নেওয়া দরকার মূল ফটক থেকে বাড়ির দূরত্ব ঠিক কতটা৷
এখন, আপনার যদিবাড়ি হয় আর মূল ফটক থেকে অন্তত কয়েকশো গজ নুড়ি পাথর বিছানো পথ পেরিয়ে বাড়ি হয়, তাহলে আপনার মূল ফটকের চেহারা হবে এক রকম, আবার আপনার বাড়ি যদি শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির মতো ছোট্ট-ছিমছাম বাড়ি হয়, তাহলে সেই বাড়ির প্রধান ফটক হবে আর এক রকম৷
আপনার বাড়ি কতো বড়ো, সেটির আর্কিটেকচার কেমন এবং প্রধান ফটক থেকে বাড়ি কতোটা দূর- এই দুইয়ের উপরেই নির্ভর করবে গেট কি দিয়ে তৈরী হবে৷ কাস্ট আয়রন, নাকি স্টিল অথবা কাঠের, নাকি লোহার? সেই দরজা স্লাইডিং হবে, নাকি সুইং হবে? ঠিক কী ধরনের ডিজাইনার ল্যাচ থাকবে অথবা দু-দিকের স্তম্ভের বা পিলারের উপর বসবে কেমন ডিজাইনার-ল্যাম্প- সব কিছু নির্ভর করবে এই দু’টি ব্যাপারের উপর৷
লক্ষ্য রাখতে হবে কোনওভাবেই আপনার মূল ফটক যেন বাইরে থেকে আপনার বাড়িটিকে দেখার ব্যাপারে অন্তরায় না হয়৷ অর্থাত্, ফটক বন্ধ থাকলেও লোকে যেন বাইরে থেকে স্পষ্ট দেখতে পায় আপনার বাড়িটিকে এবং ফটক থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার পথটিকে৷ তাই এই ফটক এবং মূল গেট থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটিকেও ধরে নিতে হবে আপনার বাড়ির স্থাপত্যের অর্ন্তগত৷
আপনার বাড়ি এমন নাও হতে পারে৷ হতে পারে শহরের মধ্যে, রাস্তার ফুটপাথের ধারে৷ সে-ক্ষেত্রে আপনার মূল গেটের চেহারা হবে সম্পূর্ণ অন্য রকমের৷ বাইরের দিকে খোলে এমন গেট, অর্থাত্, এক্সটারনাল সুইংগিং গেট লাগাতে হলে লক্ষ্য রাখতে হবে গেট খোলার সময় ফুটপাথকে যেন না আটকে দেয়৷
এই ধরনের গেট লাগানো হয় বাড়িতে গাড়ি ঢোকার পথ যদি দরজা থেকে উঁচু হয়ে থাকে তবেই৷ কিন্তু গাড়ি ঢোকার পথ যদি সমতল হয়, আর ফুটপাথে লোক চলাচল বেশী হলে ভিতরে খোলে এমন গেট ব্যবহার করাই ভালো৷ আর যদি গেটের দু-পাশের দিকে যথেষ্ট জায়গা থাকে তাহলে স্লাইডিং গেট হলেই সব চেয়ে ভালো৷